অনলাইন ডেস্ক, ৫ ডিসেম্বর।। অবশেষে কি অবসান হতে চলেছে কৃষক আন্দোলনের। অন্তত তেমনটাই ইঙ্গিত মিলেছে। শনিবার রাতে কৃষক নেতৃত্বকে ফোন করেন অমিত শাহ।
কৃষক নেতৃত্ব জানিয়েছেন তাঁরা সরকারের সঙ্গে আলোচনায় বসবেন। সংযুক্ত কিষাণ মোর্চা আলোচনার জন্য পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করেছে।
উল্লেখ্য গুরু পূর্ণিমার দিন জাতির উদ্দেশ্যে ভাষনের সময় হটাৎ করেই তিনটি কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনকি দেশবাসীর কাছে ক্ষমাও চান। ইতিমধ্যেই সংসদে পেশ হয়েছে কৃষি আইন প্রত্যাহার বিল।
শনিবার কৃষকরা জানান, সরকারের সাথে আলোচনা করবেন তাঁরা। সংযুক্ত কিষাণ মোর্চা আলোচনার জন্য পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করেছে। এর ফলে প্রায় এক বছরের বিরতির পর কেন্দ্রীয় সরকার এবং প্রতিবাদী কৃষক সংগঠনগুলির মধ্যে ফের আলোচনা শুরু হতে পারে।
কয়েক সপ্তাহের মধ্যেই দুই পক্ষ আলোচনার টেবিলে বসতে পারে বলে জানা গিয়েছে। এই আলোচনা ফলপ্রসূ হলে আন্দোলন প্রত্যাহার করা হতে পারে বলে জানান কৃষক নেতারা। তবে আপাতত চলবে আন্দোলন।