স্টাফ রিপোর্টার, আগরতলা, ৪ ডিসেম্বর।। ঠিকেদারি কাজের বরাতপ্রাপ্ত ঠিকেদারকে ওয়ার্ক অর্ডার না দিয়ে উল্টো আরনেস্ট মানি জব্দ করে নিল পূর্ত দপ্তর৷ শেষ পর্যন্ত হাইকোর্টের রায়ে আরনেস্ট মানি ফেরত পেলেন আবেদনকারী ঠিকেদার ধীরাজ ধর৷ খবর, পূর্ত দপ্তরের তরফে প্রকাশিত টেন্ডার মোতাবেক ঠিকেদারি কাজের বরাত পেয়েছিলেন ধীরাজ ধর৷ সেই মোতাবেক কাজের আরনেস্ট মানি বাবদ ৪৭ হাজার ৮৫৪ টাকাও তিনি পূর্ত দপ্তরে জমা দেন৷
কিন্তু দপ্তরের তরফে উক্ত ঠিকেদারকে কাজের বরাত প্রদান করা হলেও তাকে ওয়ার্ক অর্ডার প্রদান না করায় তিনি নির্মাণ কাজ শুরু করতে পারেননি৷ অথচ দপ্তরের তরফে তাকে শোকজ নোটিশ দিয়ে দ্রুত কাজ শুরু করতে বলা হয়৷ নোটিশের জবাবে ওয়ার্ক অর্ডার হাতে না পাওয়ার কথা জানিয়ে ঠিকেদার ধীরাজ ধর পূর্ত দপ্তরের দ্বারস্থ হন৷
কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে তার নামে ওয়ার্ক অর্ডার প্রেরণ করা হয়েছে বলে তাকে জানানো হয়৷ উক্ত ঠিকেদার দপ্তরের কাজে ওয়ার্ক অর্ডারের একটি কপি চাইলে দপ্তরের তরফে তা দিতে অসম্মতি প্রকাশ করা হয়৷ এই পরিস্থিতিতে ওয়ার্ক অর্ডার না পাওয়ায় দীর্ঘদিন বাদেও ধীরাজ বাবু কাজ শুরু করতে পারেননি৷ ইতিমধ্যে কাজের বরাত পেয়েও নির্মাণ কাজ শুরু না করার কারণে পূর্ত দপ্তর উক্ত ঠিকেদারের পুরো আরনেস্ট মানি জব্দ করে নেয়৷
অবশেষে এই জব্দ করা আরনেস্ট মানি ফিরে পেতে ধীরাজ ধর উচ্চ আদালতের দ্বারস্থ হয়ে রিট মামলা (নং – ২৯৮/২১) দাখিল করেন৷ মামলায় সরকার পক্ষ কাজের বরাতপ্রাপ্ত ঠিকেদারের নামে ওয়ার্ক অর্ডার ইস্যুর বিষয়টি আদালতের গোচরে আনলেও সেই ওয়ার্ক অর্ডার আবেদনকারী ঠিকেদারের হাতে পৌঁছার বিষয়টি প্রমাণ করতে ব্যর্থ হয়৷ উল্টো বরাতপ্রাপ্ত ঠিকেদার দপ্তরের কাছে ওয়ার্ক অর্ডারের জন্য গিয়েও খালি হাতে ফিরে আসার বিষয়টি হাইকোর্টের নজরে আসে৷ এই পরিস্থিতিতে আবেদনকারী ঠিকেদারকে তার আরনেস্ট মানির পুরো অর্থরাশি ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ইন্দ্রজিৎ মোহান্তি ও বিচারপতি এসজি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ বলে জানিয়েছেন আবেদনকারী পক্ষের আইনজীবী অরিজিৎ ভৌমিক৷