অনলাইন ডেস্ক, ৫ ডিসেম্বর।। বার্সেলোনার কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম হারের স্বাদ পেলেন জাভি হার্নান্দেজ। ঘরের মাঠে তার দল হেরে গেল রিয়াল বেতিসের বিপক্ষে।
ক্যাম্প ন্যুতে শনিবার লা লিগার ম্যাচটি ১-০ গোলে জিতে নেয় বেতিস। ৭৯ মিনিটে একমাত্র গোলটি করেন হুয়ানমি।
এই জয়ে আপাতত লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠেছে বেতিস। ১৬ ম্যাচে তাদের পয়েন্ট ৩০। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে পিছিয়ে ৬ পয়েন্ট। তবে এক ম্যাচ কম খেলেছে রিয়াল।
মৌসুমের শুরু থেকেই প্রত্যাশা মেটাতে পারছে না বার্সেলোনা। তবে জাভি দায়িত্ব নেওয়ার পর লা লিগায় টানা দুই জয় তুলে নেয় কাতালান ক্লাবটি। সেই সঙ্গে চ্যাম্পিয়নস লিগে বেনফিকার সঙ্গে ড্র করে।
তবে অপরাজিত থাকার ধারাটা খুব বেশি বড় করতে পারল না স্পেনের অন্যতম সফল দলটি। লিগে এটি বার্সার চতুর্থ হার।
১৫ ম্যাচে ৬ জয় ও ৫ ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে তারা। চার নম্বরে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে পিছিয়ে ৬ পয়েন্ট।