স্টাফ রিপোর্টার, আগরতলা, ৪ ডিসেম্বর।। শনিবার থেকে শুরু হয়েছে নবম এবং একাদশ শ্রেণির পরীক্ষা৷ আশি নম্বরে গ্রহণ করা হচ্ছে প্রতিটি বিষয়ের পরীক্ষা৷ নবম এবং একাদশ শ্রেণির পরীক্ষা গ্রহণকে কেন্দ্র করে শিক্ষা দপ্তর এবং ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র মতভেদ দেখা দিয়েছে৷ প্রথম দিকে বলা হয়েছিল প্রতিটি বিষয়ে চল্লিশ নম্বরের পরীক্ষা গ্রহণ করা হবে৷
সম্প্রতি ঘোষণা করা হয় প্রতিটি বিষয়ে আশি নম্বরের পরীক্ষা গ্রহণ করা হবে৷ বিষয়টি নিয়ে গোটা রাজ্যে ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ বিভিন্ন স্থানে ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে না বলে আন্দোলনে শামিল হয়েছে৷ কিন্তু শিক্ষাদপ্তরের অনড় মনোভাব পোষণ করায় শেষ পর্যন্ত পরীক্ষায় বসতে বাধ্য হয়েছে ছাত্রছাত্রীরা৷ প্রতিটি বিষয়ে আশি নম্বরের পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীরা৷
রাজধানী আগরতলা শহরের অন্যতম বনেদি সুকল নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে নবম এবং একাদশ শ্রেণির পরীক্ষা অবাধ ও শান্তিপূর্ণভাবে অতিবাতি হয়েছে৷ পরীক্ষা গ্রহণকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর মিলেনি৷ পরীক্ষা গ্রহণকে কেন্দ্র করে দ্বিমত দেখা দিলেও শেষ পর্যন্ত প্রত্যেক সুকলের ছাত্রছাত্রীরা পরীক্ষায় বসেছে বলে জানা গেছে৷ রাজ্যের সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত সুকলে আজ থেকে শুরু হওয়া ষান্মাসিক পরীক্ষায় নবম ও একাদশ শ্রেণির মোট ৭৯,৪৭০ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে৷
শিক্ষামন্ত্রী রতনলাল নাথ আজ এই সংবাদ জানিয়েছেন৷ নবম শ্রেণীর ৪২,০০০ শিক্ষার্থী ৯৯৫টি সুকলে ষান্মাসিক পরীক্ষায় অংশ নিয়েছে এবং ৩৯৫টি সুকলে একাদশ শ্রেণির ৩৭,৪৬২ জন শিক্ষার্থী একই পরীক্ষায় অংশ নিয়েছে৷ তিনি বলেন, অর্ধবার্ষিক পরীক্ষায় নবম শ্রেণির মোট ৮৬.৩৬ শতাংশ এবং একাদশ শ্রেণির ৯২.৪৯ শতাংশ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে৷তিনি রাজ্য জুড়ে পরীক্ষার ব্যবস্থা করার জন্য প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা এবং ডিইওদের ধন্যবাদ জানান৷ ’’সবকা সাথ সবকা বিকাশ’’ মন্ত্রের মাধ্যমে রাজ্যকে ’’এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা’’ করার লক্ষ্যে, প্রতিটি সুকলের জন্য কেন্দ্রীভূত প্রশ্ণ তৈরির জন্য একটি সেল প্রস্তুত করা হয়েছিল