অনলাইন ডেস্ক, ৫ ডিসেম্বর।। জওয়ানদের গুলিতে নিহত কমপক্ষে ১২ জন অসামরিক ব্যক্তি, দুর্ভাগ্যজনক বলে টুইট নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রীর। সন্ত্রাসবাদী মনে করে নিরাপত্তা বাহিনীর চালানো গুলিতে নিহত হয়েছেন কমপক্ষে ১২ জন সাধারণ মানুষ।
রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে, মায়ানমার সীমান্তের কাছে নাগাল্যান্ডের মন জেলার ওটিং-এ। সন্ত্রাসবাদী মনে করে কয়লা খনি থেকে কাজ সেরে ফেরা শ্রমিকদের উপর গুলি চালানোর অভিযোগ উঠেছে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে।
এই ঘটনায় সাধারণের মধ্যে ক্রমেই চড়ছে ক্ষোভের পারদ।সূত্রের খবর উত্তেজিত জনতা জওয়ানদের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে জনতার সঙ্গে সংঘর্ষের জেরে মৃত্যু হয়েছে এক জওয়ানেরও।
সংবাদ সংস্থা সূত্রে আরও জানা যাচ্ছে একটি পিকআপ ভ্যানে করে ওটিং গ্রামে ফিরছিলেন গ্রামবাসীরা। তখনই সন্ত্রাসবাদী মনে করে জওয়ানরা গুলি চালান।
জনতার কাছে শান্ত থাকার আবেদন করেছেন মুখ্যমন্ত্রী নেইফিউ রিও। তিনি টুইট করে লেখেন, ‘দুর্ভাগ্যজনক ঘটনায় ওটিং-য়ে সাধারণ মানুষের মৃত্যু। মনের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্যের কামনা করছি। উচ্চ পর্যায়ের বিশেষ সিট ঘটনার তদন্ত করবে।’