স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ৪ ডিসেম্বর।। আধা ঘণ্টার ব্যবধানে বিলোনিয়ায় পৃথক দুটি স্থানে যান দুর্ঘটনায় আহত হন ৮ জন৷ এর মধ্যে ছয় জন গুরুতর আহত৷ গুরুতর আহতদের বিলোনিয়া হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্যে পাঠিয়ে দেওয়া হয় গোমতী জেলা হাসপাতালে৷ প্রথম দুর্ঘটনাটি ঘটে শনিবার বিকেল চারটা নাগাদ বড়পাথরি লক্ষ্মীপুর বিএসএফ ক্যাম্প সংলগ্ণ এলাকায়৷
ঘটনায় জানা যায়, রাজনগর ব্লকের রাধানগর এলাকার পাঁচ জন যুবক টি আর ০১ এ বি ০৪৮২ নম্বরের একটি গাড়ি নিয়ে শান্তিরবাজার মহকুমার মনু বাজার এলাকায় চেলাফ্রু মগের শ্বশুর বাড়িতে বেড়াতে যায়৷ দুপুরে খাওয়া- দাওয়া সেরে সেখান থেকে আসার পথে বড় পাথড়ি লক্ষ্মীপুর বিএসএফ ক্যাম্প সংলগ্ণ রাস্তাতেই দুর্ঘটনার কবলে পড়ে৷ কৃষ্ণ ঘোষ, চেলাফ্রু মগ, আশিক মগ, সুমন মগ, সন্তোষ দাস এই ৫ জন রক্তাক্ত অবস্থায় গুরুতর আহত হয়৷ দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে আটকে পড়া আহতদের গাড়ি থেকে বের করে আনে এলাকাবাসী৷
এমন সময় রাজনগর থেকে একটি অ্যাম্বুলেন্স বিলোনিয়ার দিকে আসার পথে ঐ অ্যাম্বুলেন্সে আহতদের তুলে নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে৷ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর স্থানান্তরিত করে দেয় গোমতী জেলা হাসপাতালে৷ প্রত্যক্ষদর্শীদের মতে গাড়িটি দ্রুতগতিতে থাকার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে সজোরে ধাক্কা লাগে৷ এর ফলে হয় এই দুর্ঘটনা৷ অপর দুর্ঘটনাটি ঘটে বিলোনিয়ার আশি ফুট রাস্তা সংলগ্ণ মাস্টার পাড়া চৌমুহনিতে৷ জানা যায়, টি আর ০৮-৪০৩৯ নম্বরের অটো গাড়িটি বিলোনিয়া টাউন থেকে আমজাদনগরের দিকে যাওয়ার সময় বাঁক নিতে গিয়ে উল্টো দিক থেকে আসা টি আর ০৮ সি ৫২২১ একটি পালসার বাইক সজোরে এসে ধাক্কা মারে অটো গাড়িতে৷
ধাক্কা মারার সাথে সাথে পাল্টি খেয়ে যায় অটো গাড়িটি৷ অটো গাড়ির চালক ইব্রাহিম মিয়া ও গাড়িতে থাকা মহিলা যাত্রী শুক্লা খাতুন এবং বাইক চালক সুশান্ত সাহা আহত হয়৷ এলাকাবাসীদের সহযোগিতায় আহতদের নিয়ে আসা হয় বিলোনিয়া হাসপাতালে৷ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর আহত তিন জনের মধ্যে শুক্লা খাতুনের অবস্থা আশঙ্কাজনক দেখে স্থানান্তরিত করে দেয় গোমতী জেলা হাসপাতালে৷