স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩ ডিসেম্বর।। পুর ও নগর নির্বাচন শেষ হতেই পুলিশের মাঝারি স্তরে বদলির নির্দেশ বের হলো শুক্রবার৷ এদিন ত্রিপুরা পুলিশের টিপিএস গ্রেড-ওয়ান এবং টু স্তরে মোট ১৫ জন পুলিশ আধিকারিককে বদলি করা হয়েছে৷ সরকারিভাবে বদলির নির্দেশ হয়েছে ২ ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার রাতে৷
তবে শুক্রবারই নির্দেশটি প্রকাশিত হয়৷ ১৫ জন পুুলিশ আধিকারিকের মধ্যে ডেপুটি পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন৷ বদলির নির্দেশে ঊনকোটি জেলার ডিএসপি কাউ (ক্রাইম অ্যাগেইনস্ট ওমেন) সীমা আখতারকে পশ্চিম জেলার ডিএসপি করা হয়েছে৷
পশ্চিম জেলার ডিএসপি রিমা সিনহাকে ঊনকোটি জেলার কাউ এবং দায়িত্ব দেওয়া হয়েছে৷ পশ্চিম জেলার ট্রাফিকের ডিএসপি বিষ্ণু দেবনাথকে কে টি ডি এস পুলিশ ট্রেনিং একাডেমিতে পাঠনো হয়েছে৷ ডিএসপি স্নেহাশিষ কুমার দেবকে এসবি শাখায় আনা হয়েছে৷
ডিএসপি মিহির দত্তকে উত্তর জেলার ডিআইবি ডিএসপি করা হয়েছে৷ টিপিএস গ্রেড-ওয়ান স্তরের পিন্টু দেববর্মাকে ১২ নম্বর টিএসআর বাহিনীর ডেপুটি কমান্ডেন্ট করা হয়েছে৷ সুব্রত দেববর্মাকে ১১ নম্বর টিএসআর বাহিনীর ডেপুটি কমান্ডেন্ট করা হয়েছে৷ রতি রঞ্জন দেববর্মাকে দক্ষিণ জেলা ডিএআর-এর সহকারী কমান্ডেন্ট করা হয়েছে৷
চিত্ত রঞ্জন দেববর্মাকে ১৩ নম্বর টিএসআর বাহিনীর ডেপুটি কমান্ডেন্ট করা হয়েছে৷ অরুণ লাল দাসকে পশ্চিম জেলার ডিএআরের ডেপুটি কমান্ডেন্ট করা হয়েছে৷ এসবি শাখার অতিরিক্ত সুপার তথা এএসপি করা হয়েছে শ্যামানন্দ শর্মাকে৷ বিকাশ দেবকে এএসপি ভিজিলেন্স করা হয়েছে৷
শিশির কুমার দাসকে টিএসআর ৬ নম্বর বাহিনীর ডেপুটি কমান্ডেন্ট করা হয়েছে৷ রাজীব নাগকে টিএসআর ৯ নম্বর বাহিনীর ডেপুটি কমান্ডেন্ট করা হয়েছে৷ সুজিত দাসকে কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমিতে ভাইস প্রিন্সিপাল করা হয়েছে৷ ২ ডিসেম্বর প্রকাশিত এই বদলি তালিকায় স্বাক্ষর করেছেন অবর সচিব এইচ রহমান৷
অন্যদিকে, পুলিশের ইন্সপেক্টর থেকে ডিএসপি তথা টিপিএস গ্রেড-টু স্তরের প্রমোশন প্রক্রিয়া শীঘ্রই কার্যকরা হবে বলে সূত্রে জানা গেছে৷