Tollywood: বক্ষ-বিভাজিকা যেন সর্বদাই বেরিয়ে রয়েছে, সাহসী অভিনেত্রীর তকমা জুটেছে মধুমিতার

অনলাইন ডেস্ক, ৪ ডিসেম্বর।। বর্তমানে ধারাবাহিক থেকে শুরু করে বড় পর্দা এবং ওটিটি প্ল্যাটফর্মে এক জনপ্রিয় মুখকে খুব দাপিয়ে বেড়াতে দেখা যায়। তিনি আর কেউ নন, মধুমিতা সরকার। শরীরী উষ্ণতায় তিনি বলিউডকেও টেক্কা দেন। তার বোল্ড ফটোশ্যুট ঘুম ওড়ায় নেটিজেনদের। বক্ষ-বিভাজিকা যেন সর্বদাই বেরিয়ে রয়েছে। বোঝে না সে বোঝে না সিরিয়ালের পাশের বাড়ির মেয়ের ইমেজ ঝেড়ে টলিপাড়ার সাহসী অভিনেত্রীর তকমা জুটেছে মধুমিতার।

সোশ্যাল মিডিয়ায় তিনি খুবই অ্যাক্টিভ। তাঁর অনুরাগীর সংখ্যাও রীতিমতো আকাশছোঁয়া। টলিপাড়ার এই হট ডিভা প্রতিদিনই নিজের কোনও না কোনও ছবি ইনস্টা-তে পোস্ট করেন। তিনি যে ভীষণ সাহসী তার পরিচয় পাওয়া যায় তার ছিমছাম সেক্সি চেহারায় প্রতিনিয়ত বোল্ড ফটোশ্যুটে। বোল্ড থেকে খোলামেলা ঘনিষ্ঠ দৃশ্যেও বেশ স্বাচ্ছন্দ মধুমিতা। বঙ্গনারী থেকে ওয়েস্টার্ন যে কোনও লুকেই শরীরী ভাঁজে মধুমিতার জুরি মেলা ভার। ছোটপর্দার পাখি কিংবা ইমন ফের হট ফটোশ্যুটে রাতের ঘুম উড়ালেন নেটিজেনদের।

বলা বাহুল্য, টলিপাড়ার দেশি গার্লের এহেন অবতারেই ক্লিন বোল্ড নেটিজেনরা। শীতের মরশুম পড়তে পারদ যেমন চড়চড়িয়ে বাড়ছে তেমনই শরীরী উত্তাপে রীতিমতো নেটিজেনদের মনে আগুন লাগাচ্ছেন অভিনেত্রী মধুমিতা। বিকিনি ফোটোশ্যুটে ভক্তদের পাগল করে দিয়েছেন বঙ্গতনয়া মধুমিতা সরকার । বরাবরই সাহসী ছবিতে পোজ দিতে অনেকটাই এগিয়ে মধুমিতা।

বুকের খাঁজ থেকে অনাবৃত উরু, যৌবন যেন ঠিকরে বেরোচ্ছে মধুমিতার। র গা গরম করা ফটোশ্যুটই এখন টক অফ দ্য টাউন। যদিও ট্রোলারদের কুরুচিকর মন্তব্যতেও তিনি নিজের জায়গা থেকে নড়েননি। বরং ট্রোলিংয়ের কড়া জবাব বারংবার দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

ফটোশ্যুটের সাথে চুটিয়ে কাজ করে যাচ্ছেন। সদ্যই মুক্তি পেয়েছে ট্যাংরা ব্লুজ, যেখান পরমব্রতর বিপরীতে দেখা গেছে মধুমিতা সরকারকে। বেশ কিছুদিন আগেই বোল্ড সিনে অর্জুনের বিপরীতে ‘লভ আজ কাল পরশু’ সিনেমায় সকলকে চমকে দিয়েছিলেন টলিউডের ডিভা মধু। ফটোশ্যুটের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও তিনি বেশ চর্চিত।

কয়েকদিন আগে অভিনেতা সৌরভ দাসের সঙ্গে নাম জড়িয়েছিল মধুমিতার। আর সেই গুঞ্জনে রীতিমতো জল ঢেলে দিয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন তিনি এখন সিঙ্গল। জীবনের কঠিন অধ্যায় পেরিয়ে এসে মধুমিতা এখন সাবলম্বী।

ছোটপর্দায় কাজ করার সসময় মধুমিতা প্রেমে পড়েন সৌরভ চক্রবর্তীর। ২০১৫ সালে সেই প্রেম বিবাহের পূর্ণতা পায়। কিন্তু সেই বিবাহ কোনো কারণে সুখের না হওয়ায় বিবাহ বিচ্ছেদ ঘটে। এখন তিনি নিজের ইচ্ছেমতো নিজের জীবন উপভোগে ব্যস্ত।

কখনও সাহসী ফোটোশুট তো কখনও সোলো ট্রিপ থেকে শুরু করে গার্লস গ্যাং-এর সঙ্গে চুটিয়ে মস্তি। আর তা যে শুধু নিজেই উপভোগ করেন তা নয়, সেই সব ভিডিও শেয়ার করেন অনুরাগীদের সাথে।

ujjivan
sbi life
hero
hdfc
dailyhunt
bazar kolkata
adjebra

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?