অনলাইন ডেস্ক, ৪ ডিসেম্বর।। হিন্দু ধর্মে অমাবস্যার রয়েছে একটি বিশেষ গুরুত্ব। চৌঠা ডিসেম্বর অমাবস্যার দিনে একটি বিশেষ সংযোগ সৃষ্টি হচ্ছে। এই দিন সূর্যগ্রহণ লাগতে চলেছে। আজকের এই বিশেষ দিনে শনি অমাবস্যার গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। এদিন বিশেষ ফল লাভ করতে ব্রাহ্মণদের পাঁচটি বস্তু দান করতে পারেন। অন্ন, কালো তিল, ছাতা, বিউলির ডাল, সরষের তেল দান করতে পারেন।
এই পাঁচটি বস্তু দান করলে পরিবারের সুখ-সমৃদ্ধি বৃদ্ধি হয় এবং শত্রুদের উপর জয় লাভ করা যায়। সব রকম বিপদ থেকে রক্ষা পাওয়া যায় এবং পিতৃপুরুষ প্রসন্ন থাকেন। এই সংযোগে সরষের তেল দান করলে শনির প্রভাব শেষ হয়। যেসকল জাতকদের উপর শনির সাড়েসাতি এবং আড়াই দশা চলছে তারা অবশ্যই শনি অমাবস্যার দিনে দান করুন।
সূর্য গ্রহনের সময় পঞ্চ দান করলে তাদের জীবন থেকে শনির প্রভাব মুক্ত হবে এবং শনি দেবতা তাদের উপর প্রসন্ন থাকবেন।এছাড়াও পঞ্চদান করলে সূর্য সমস্ত বাধা থেকে মুক্তি এবং বিপদ থেকে লড়ার শক্তি প্রদান করবেন। এদিন যদি গঙ্গাজল অথবা পবিত্র নদীর জল মিশিয়ে স্নান করেন তাহলে বিভিন্ন দোষ দূর হয়ে যাবে। শনি অমাবস্যার দিনে জলে কালো তেল মিশিয়ে স্নান করলে শনির দোষ দূর হয়।
এদিন কালো কাপড়ে কালো তিল রেখে দান করলে সাড়েসাতি এবং আড়াইয়ের প্রভাব থেকে মুক্তি মেলে। একটি লোটাইয় জল এবং দুধের সঙ্গে সাদা তেল মিশিয়ে অসথথ্থ গাছে অর্পণ করলে পিতৃ দোষ থেকে মুক্তি পাওয়া যায়।