স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩ ডিসেম্বর।। দিল্লিতে গত দু’দিন ধরে গ্রেটার তিপরাল্যান্ডের দাবিতে তিপরা মথা এবং আইপিএফটি যৌথভাবে অবস্থান করছে৷ এটা যদি সরকার মেনে নেয় তাহলে রাজ্যে একটি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে৷ কারণ রাজ্যে যুগ যুগ ধরে জাতি জনজাতি ঐক্যবদ্ধভাবে বসবাস করে আসছে৷ তাদের এ ধরনের অযৌক্তিক দাবি ত্রিপুরার মধ্যে বিভেদ সৃষ্টি করবে৷
তাই সরকার যাতে এই দাবি মেনে না নেয় তার জন্য আমরা বাঙালির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে শুক্রবার দাবি জানান আমরা বাঙালির রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্র পাল৷ এধরনের অযৌক্তিক দাবি জাতি জনজাতিদের মধ্যে বিভেদ সৃষ্টি করবে৷ এবং রাজ্যে যদি কোন ধরনের অশান্তি সৃষ্টি হয় তাহলে এর জন্য দায়ী থাকবে তারা৷ তিনি বলেন ত্রিপুরায় স্বাধীনতার পর থেকে জনজাতিদের শিক্ষার প্রসার হয়েছে৷
এখন জনজাতিরা বিভিন্ন দপ্তরে অফিসার পদে দায়িত্ব পালন করছেন৷ তাদের শিক্ষা এবং আর্থিক দিকে উন্নয়ন হয়েছে৷ আর সবটা বাঙালিদের কল্যাণে হয়েছে৷ এখন তারা ইতিহাস ভুলে বেইমান হয়ে যাচ্ছে৷ এখন তারা বাঙালিদের উৎখাত করতে উঠে পড়ে লেগেছে৷ তারা হিংসা ছড়াতে চাইছে৷ তারা রাজ্যের কল্যাণ করতে চান না৷
বাঙালিরা ত্রিপুরার ভূমিপুত্র৷ বাঙালিদের উৎখাত করতে এ ধরনের প্রচেষ্টা তাদের৷ কিন্তু অস্তিত্ব রক্ষার প্রয়োজনে বাঙালিরা আগামীদিনে আন্দোলনে নামতে বাধ্য হবে৷ বাঙালিরা সহ্য করবে না৷ রাজ্যের মানুষ যাতে তাদের বিভ্রান্তিতে পা না দেয় তার জন্যও দাবি জানান তিনি৷
কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যদি কোন হটকারী সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে প্রয়োজনে বাঙালিরা অস্তিত্ব রক্ষার জন্য দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন গড়ে তুলবে রাজ্যে বলে হুঁশিয়ারি দেন তিনি৷