Cyclone: ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সকাল থেকেই আগরতলা সহ গোটা ত্রিপুরার আকাশের মুখ ভার

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৪ ডিসেম্বর।। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সকাল থেকেই আগরতলা সহ গোটা ত্রিপুরার আকাশের মুখ ভার। চলছে হালকা বৃষ্টি। এদিকে পুরী স্পর্শ করে বাংলায় আছড়ে পড়তে পারে জাওয়াদ। এমনটাই আশঙ্কা করেছেন আবহবিদরা।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গত ৬ ঘণ্টায় ৬ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে ‘জাওয়াদ’। বিশাখাপত্তনম থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, পুরী থেকে ৪৩০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। ৫ ডিসেম্বর তা পুরী উপকূলে পৌঁছতে পারে। এরপর তা ধীরে ধীরে দুর্বল হতে পারে। তারপরই তা ক্রমশ বাংলার উপকূলবর্তী এলাকায় এগিয়ে আসবে।

আবহাওয়াবিদদের আরো বিবরণ বর্তমানে নিম্নচাপটি বঙ্গোপসাগরে পশ্চিম-দক্ষিণ অংশে অবস্থান করছে৷ এটি ক্রমশ গভীর হচ্ছে৷ নিম্নচাপ থেকে ঘুর্ণিঝড় (জাওয়াদ) সৃষ্টি হলে তার প্রভাব প্রথম দিকে পড়বে দক্ষিণ আন্দামান হয়ে সেখানে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে৷ ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে৷

৬ কিংবা ৭ ডিসেম্বর এটি মোড় নিয়ে উত্তর পূর্বাঞ্চলের কিছু অংশে প্রভাব ফেলতে পারে৷ এই সময়ে আমাদের রাজ্যেও বিভিন্ন জেলায় ঝড়ো হাওয়া সহ অল্প বিস্তর বৃষ্টির সম্ভাবনা থাকছে৷ তবে বর্তমান সময়ে নিম্নচাপের প্রভাবে রাজ্যে শীতের অনুভতি তেমন নেই বললেই চলে৷ সকালে তেমন নেই কুয়াশার পারদ৷

ujjivan
sbi life
hero
hdfc
dailyhunt
bazar kolkata
adjebra

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?