অনলাইন ডেস্ক, ৪ ডিসেম্বর।। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নির্দেশে ইতিমধ্যেই এই দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হয়েছে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি পর্যালোচনা করেছেন। জীবন বাঁচাতে এবং সম্পত্তির ন্যূনতম ক্ষতি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট রাজ্য সরকার ও অন্যান্য অংশীদারদের সঙ্গে বিভিন্ন মন্ত্রককে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি ।
এই প্রয়াসের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে বাণিজ্য ও শিল্প, উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন এবং বস্ত্র মন্ত্রী পীযূষ গোয়েল আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অন্ধ্রপ্রদেশ, ওডিশা ও পশ্চিমবঙ্গ সরকারের গৃহীত ব্যবস্থাপনা ও প্রস্তুতির বিষয়ে পর্যালোচনা করেছেন।
এই পর্যালোচনা বৈঠকে সংশ্লিষ্ট রাজ্যের মুখ্য সচিবরা উপস্থিত ছিলেন। পাশাপাশি, বণিকসভা সিআইআই, ফিকি, অ্যাসোচেমের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এদিন কেন্দ্রীয় মন্ত্রী সংশ্লিষ্ট রাজ্য সরকারের প্রস্তুতির বিষয় খতিয়ে দেখেন। তিনি সংশ্লিষ্ট মন্ত্রক, রাজ্য সরকার, শিল্প সংস্থা ও অন্যান্য সংস্থার গৃহীত পদক্ষেপের বিষয়ে খোঁজ-খবর নেন।
ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য সকলকে একযোগে কাজ করারও পরামর্শ দেন তিনি। এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য একটি কর্মপরিকল্পনা তৈরির প্রয়োজনীয়তার ওপরও জোর দেন শ্রী গোয়েল। কেন্দ্রীয় মন্ত্রী জানান, দুর্যোগ মোকাবিলা এবং ক্ষতিগ্রস্তদের জীবন-জীবিকা রক্ষার জন্য সরকারি-বেসরকারি অংশীদারিত্বের প্রয়োজন।
ঘূর্ণিঝড়ের প্রভাব মোকাবিলায় ব্যাঙ্কিং ও বিমা ক্ষেত্রকে প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান তিনি।
ভারতীয় আবহাওয়া দপ্তর সূত্রের খবর, বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট ঘণিভূত নিম্নচাপ ঘূর্ণিঝড় জাওয়াদে পরিণত হবে এবং আজ বিকেলের দিকে উত্তর অন্ধ্রপ্রদেশ – ওডিশা উপকূলে পৌঁছবে বলে আশা করা যাচ্ছে। এই সময়ে বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় ১০০ কিলোমিটার থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে।