স্টাফ রিপোর্টার, উদয়পুর, ৩ ডিসেম্বর।। মেলা শেষে ভোর রাতে বাড়ি ফেরার পথে জাতীয় সড়কের নির্জন এলাকায় স্বামীকে মারধর করে জনজাতি গৃহবধূকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় ধৃত অভিযুক্তদের ফাঁসির দাবিতে মশাল মিছিল৷
শুক্রবার উদয়পুর মহকুমার কিল্লা থানাধীন নয়াবাড়ি এলাকায় তিপরা মথা দলের উদ্যোগে এক প্রতিবাদ মশাল মিছিল অনুষ্ঠিত হয়৷
এদিন সন্ধ্যায় তিপরা মথা দলের শত শত নারী-পুরুষ কর্মী-সমর্থকরা হাতে মশাল নিয়ে নয়াবাড়ি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করেন৷ প্রতিবাদ মশাল মিছিল থেকে আওয়াজ উঠে ধর্ষণের ঘটনায় ধৃত চার অভিযুক্তর ফাঁসির৷
উল্লেখ্য গত ২০ নভেম্বর শান্তিরবাজার মহকুমার পতিছড়ি মুড়াসিং মেলা থেকে বাড়ি ফেরার পথে দুষৃকতীকারীরা উদয়পুর টেপানিয়া ইকো পার্ক সংলগ্ণ এলাকায় জাতীয় সড়কে পথ আটকে স্বামীকে মারধর করে স্ত্রীকে অপহরণ করে নিয়ে যায়৷
সেখানে দুষৃকতীকারীরা গৃহবধূর ওপর পাশবিক লালসা মিটিয়ে জঙ্গলে ফেলে দিয়ে যায়৷ গৃহবধূর অভিযোগে আরকেপুর থানা এবং আরকেপুর মহিলা থানায় দুইটি ভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে৷
ঘটনার সঙ্গে জড়িত চারজন দুষৃকতীকারীকে গ্রেপ্তার করতেও সক্ষম হয় পুলিশ৷ এই ঘটনায় প্রায় প্রতিদিন গোটা রাজ্যে তিপরা মথা দলের উদ্যোগে চলছে প্রতিবাদ কর্মসূচি৷ সকল প্রতিবাদীদের একটাই আওয়াজ ধৃত অভিযুক্তদের ফাঁসি চাই৷
এদিন কিল্লা নোয়াবাড়ি এলাকায় মশাল মিছিলে উপস্থিত ছিলেন তিপরা মথা দলের টাকারজলা জেলা কমিটির সহ-সভাপতি আলোক কুমার জমাতিয়া, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য জ্যোতিষ জমাতিয়া, কিল্লা ব্লক সভাপতি সাধনমুনি জমাতিয়া, সম্পাদক কৃষ্ণ সাধন জমাতিয়া সহ অন্যান্যরা৷