অনলাইন ডেস্ক, ৪ ডিসেম্বর।। করোনার নয়া ভ্যারিয়ান্ট ওমিক্রন আতঙ্কে এবার বিশেষ নজরদারি বাড়িয়ে তুলল মাদুরাই। ভ্যাকসিন না নেওয়া ব্যক্তিদের পাবলিক প্লেসে প্রবেশে নির্দেশিকা জারি করা হয়েছে। ১৮টি জনসাধারণের ব্যবহার করা জায়গায় প্রবেশে এই নির্দেশিকা জারি থাকবে। নির্দেশিকা জারি থাকবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত।
মাদুরাই জেলা কালেক্টর ডা. এস অনীশ শেখর শুক্রবার জানিয়েছেন, ১৮টি পাবলিক স্থানে ভ্যাকসিন না নিলে প্রবেশ করা যাবে না। বাজার, হোটেল, শপিং মল, সিনেমা হল, হোটেল, ম্যারেজ হল।
তামিলনাড়ুতে দুটি ওমিক্রন ধরা পড়ার পরই মাদুরাই প্রশাসন এই নির্দেশ জারি করে।
১৮ নভেম্বর তামিলনাড়ু পাবলিক হেলথ অ্যাক্ট অধীনে একটি জনস্বাস্থ্য ও প্রতিরোধমূলক অধি দফতর একটি সার্কুলেশন জারি করে। সেই নির্দেশে জনসাধারণের ব্যবহৃত জায়গায় প্রবেশে জন্য কোভিড টিকা বাধ্যতামূলক করে। সরকারের পক্ষ থেকেও বুস্টার ডোজ নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা চলছে।