Corona: করোনার প্রকোপে প্রাণহানি ৫২ লাখ ৫৭ হাজারের বেশি

অনলাইন ডেস্ক, ৪ডিসেম্বর|| গত মাসের শেষ দিকে চিহ্নিত হওয়া করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ নিয়ে সারা বিশ্বে শুরু হয়েছে নতুন কড়াকড়ি। ইতিমধ্যে ধারণার চেয়ে দ্রুততম সময়ে এ ভ্যারিয়েন্টটি ৩০টির বেশি দেশে পৌঁছে গেছে। একই সময়ে সব মিলিয়ে করোনায় মৃত্যু সাড়ে ৫২ লাখ ছাড়িয়েছে।

২০১৯ সালের শেষ দিকে চীনের উহানে প্রথমবার কভিড-১৯ শনাক্ত হয় ও মৃত্যুর খবর পাওয়া যায়।
পরের বছরের জানুয়ারি থেকে অন্যান্য দেশে ছড়িয়ে পড়ার খবর আসতে থাকে।
গত দেড় বছরের বেশি সময়ে দেশে দেশে লকডাউন, বাধ্যতামূলক স্বাস্থ্যবিধি পালন ও সর্বশেষ গণ টিকাদান সত্ত্বেও করোনা এখনো দাপট দেখিয়ে যাচ্ছে। বিশেষ করে ভাইরাসের ভারতীয় ধরন ডেল্টা নিয়ে নাকাল অবস্থায় রয়েছে সারা বিশ্ব। এর সঙ্গে সম্প্রতি যোগ হয়েছে ওমিক্রন।পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার শনিবার সকাল ৯টা নাগাদ জানায়, এ পর্যন্ত বিশ্বে মারা গেছে ৫২ লাখ ৫৭ হাজার ৭৪৯ জন।

মোট শনাক্ত হয়েছে ২৬ কোটি ৫১ লাখ ৫৯ হাজার ৪৭৬ রোগী। সুস্থ হয়ে উঠেছেন ২৩ কোটি ৮৮ লাখ ৮০ হাজার ৮৭১ জন।আক্রান্তের তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। মৃত্যুতেও দেশটি এক নম্বরে। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪ কোটি ৯৮ লাখ ৭৮ হাজার ৪৯ জন। মারা গেছে ৮ লাখ ৮ হাজার ১১৬ জন।
৩ কোটি ৪৬ লাখ ২৪ হাজার ৬৫ জন শনাক্তের হিসাব নিয়ে সংক্রমণে দ্বিতীয় ভারত। দেশটিতে মারা গেছে ৪ লাখ ৭০ হাজার ২৫৪ জন।
তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২ কোটি ২১ লাখ ২৯ হাজার ৪০৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে ৬ লাখ ১৫ হাজার ৪৫৪ মানুষ, যা মৃত্যুর হিসেবে বিশ্বে দ্বিতীয়।যুক্তরাজ্যে ১ কোটি ৩ লাখ ৭৯ হাজার ৬৪৭ জন শনাক্তের বিপরীতে মারা গেছে ১ লাখ ৪৫ হাজার ৪২৪ জন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?