Last Respect: সহকর্মীর গুলিতে নিহত দুই টিএসআর জওয়ানের প্রতি শেষ শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী, ঘোষণা আর্থিক সহায়তা

স্টাফ রিপোর্টার, বিশালগড়, ৪ ডিসেম্বর।। বিশালগড় গোকুলনগর কোনাবন জিসিএস ওএনজিসিতে কর্মরত টিএসআর পঞ্চম ব্যাটেলিয়ানের জোয়ানের গুলিতে নিহত হয়েছে ২ জওয়ান। নিহতের নাম মার্ক হাসিন জমাতিয়া ও কিরন জমাতিয়া। অভিযুক্ত জওয়ানের নাম সুকান্ত দাস। টিএসআর পঞ্চম ব্যাটেলিয়ানের বিশালগড় গোকুলনগর কোনাবন ক্যাম্পে শনিবার সকাল ১০ টায় এক জওয়ান গুলি করে ২ জনকে জওয়ানকে হত্যা করেছে।

ঘটনার শনিবার সকাল দশটা নাগাদ সুকান্ত দাস নামে এক টিএসআর জওয়ান নিজের রাইফেল থেকে গুলি চালায়। তাতে সুবেদার মার্ক হাসিন জমাতিয়া এবং নায়েক সুবেদার কিরণ জমাতিয়া নিহত হয়। অন্যদিকে অভিযুক্ত জওয়ান সুকান্ত দাস ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়ে মধুপুর থানায় আত্মসমর্পণ করে । ঘটনাকে কেন্দ্র করে গোকুলনগর পঞ্চম ব্যাটেলিয়ানে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

কেন ক্যাম্পে এই ঘটনা ঘটেছে সে সম্পর্কে অবশ্য এখনো বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। ঘটনার খবর পেয়ে টিএসআরের পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে গেছেন। মধুপুর থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দুই টিএসআর জওয়ানের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন৷ তিনি এক টুইট বার্তায় লিখেছেন, আজ কর্তব্যরত অবস্থায় টিএসআর-এর সুবেদার মার্ক হাসিন জমাতিয়া এবং নায়েক সুবেদার কিরণ জমাতিয়ার মৃত্যু হয়েছে৷

তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি৷ সাথে তিনি ঘোষণা করেন, ত্রিপুরা সরকার সিদ্ধান্ত নিয়েছে দুই মৃতের পরিবারদের ৫ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে৷ পাশাপাশি তাঁরা ডাই-ইন-হারনেস স্কিমের অধীনেও সুবিধা পাবেন৷ পরে সন্ধ্যায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ধবজনগরে গিয়ে নিজ বাড়িতে কিরণ জমাতিয়ার মরদেহে শেষ শ্রদ্ধা জানিয়েছেন৷ সেই সাথে পিত্রায় গিয়ে মুখ্যমন্ত্রী মার্ক হাসিন জমাতিয়ার মরদেশে শেষ শ্রদ্ধা জানিয়েছেন৷

 

ujjivan
sbi life
hero
hdfc
dailyhunt
bazar kolkata
adjebra

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?