স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩ ডিসেম্বর।। এবার খেলনা পিস্তল সহ আটক হলো চোর৷ শুক্রবার দুপুরে আইজিএম হাসপাতাল থেকে একটি খেলনা পিস্তল সহ হাতেনাতে ধরা পড়লো এক চোর৷
ঘটনার বিবরণে জানা যায়, ওইদিন হাসপাতালের এন.আই.সি.ইউ ওয়ার্ডের নার্সদের রুমে প্রবেশ করে এক যুবক৷ সে নার্সদের রুমে থাকা নার্সদের ব্যাগগুলি খুল ছিল৷ সেই সময় ঘটনা প্রত্যক্ষ করে হাসপাতালের নার্সরা হাসপাতালের বেসরকারি নিরাপত্তারক্ষীদের অবগত করে৷
সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যায় হাসপাতালের বেসরকারি নিরাপত্তারক্ষীরা৷ তারা ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ চালালে তার কথায় অসংলগ্ণতা ধরা পড়ে৷ ধৃত যুবক জানায় তার সাথে কিছু ব্যাগ রয়েছে৷ সেই গুলি ৬ তলায় রয়েছে৷
সেই মোতাবেক হাসপাতালে বেসরকারি নিরাপত্তারক্ষীরা তাকে নিয়ে যায় ৬ তলায়৷ সেখান থেকে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে৷ পরবর্তী সময় হাসপাতালের বেসরকারি নিরাপত্তারক্ষীরা তাকে পুনরায় আটক করে পশ্চিম আগরতলা থানার পুলিশকে খবর দেয়৷
পুলিশ ঘটনাস্থলে আসলে ধৃত যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ ধৃত যুবকের সঠিক পরিচয় জানা যায়নি৷