স্টাফ রিপোর্টার, বিশালগড়, ৪ ডিসেম্বর।।
রাজ্যে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের সাথে সাথে আইন পরিষেবার সুযোগ মানুষের কাছে দ্রুত পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ বিশ্রামগঞ্জে সিপাহীজলা জেলা ও দায়রা জজ আদালতের ভিত্তিপ্রস্তর স্থাপন করে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা এ কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অরুণচন্দ্র ভৌমিক, ত্রিপুরা হাই কোর্টের বিচারপতি সুভাশীষ তলাপাত্র, ত্রিপুরা হাইকোর্টের রেজিস্টার জেনারেল দাতামোহন জমাতিয়া, এডভোকেট জেনারেল এস এস দে. জেলাশাসক বিশ্বশ্রী বি প্রমুখ।
সিপাহীজলা জেলা প্রশাসনিক ভবন সংলগ্ন স্থানে জেলা ও দায়রা জজ আদালতের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন করে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা আরও বলেন, আদালতগুলিতে মামলার সংখ্যা দিন দিন বাড়ছে।
মানুষের কাছে দ্রুততার সাথে আইনী পরিষেবা পৌঁছে দিতে সরকার জেলা ও মহকুমায় আদালত চালু করার উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, বিশ্রামগঞ্জে সিপাহীজলা জেলা প্রশাসনের পরিকাঠামো আস্তে আস্তে গড়ে তোলা হচ্ছে।
বিশ্রামগঞ্জের স্থায়ীভাবে আদালতের অফিস বাড়িটি নির্মাণ করা হলে সাধারণ মানুষের আইনী পরিষেবা পেতে আরও বেশী সুবিধা হবে। তিনি বলেন, রাজা সরকার সবকা সাথ সবকা বিকাশ ও সবকা বিশ্বাসকে সামনে রেখে কাজ করছে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ত্রিপুরা হাই কোর্টের বিচারপতি সুভাশীষ তলাপাত্র। স্বাগত বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ এস বি দত্ত। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন আইন সচিব বিশ্বজিৎ পালিত।