স্টাফ রিপোর্টার, মোহনপুর, ৪ ডিসেম্বর।। শনিবার ভোর রাতে মোহনপুরের জগৎপুর এলাকা থেকে এক যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার। যাতে করে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্যের পরিবেশ।জানা যায় মৃত যুবকের নাম সুমন সরকার বয়স ৩৮,সে মোহনপুরের তারাপুর এলাকার কাছিমমারা পাড়ার বাসিন্দা।স্থানীয় লোকজনরা এদিন ভোরে এলাকার মূল সড়কের উপর মাথা থেতলানো অবস্থায় এই যুবকটির মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে যান সিধাই থানার পুলিশ সহ মোহনপুর দমকল বিভাগের কর্মীরা।দমকল কর্মীরা দেহটিকে উদ্ধার করে সাথে সাথেই নিয়ে আসে মোহনপুর হাসপাতালের মর্গে।মৃতদেহের পাশেই পড়ে ছিল একটি বাইসাইকেল ও ব্যাগ।দ্রুতগামী গাড়ির চাপায় হতে পারে এই ঘটনাটি অনেকেরই এরকম ধারণা থাকলেও মৃত যুবকের পিতা অখিল সরকারের বক্তব্য এই ঘটনার রহস্য উন্মোচনে সঠিক তদন্ত করুক পুলিশ।উনি আরও জানান ছেলে সুমন সরকার গতকাল তথা শুক্রবার রাতে বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে বের হয়ে যায় জগৎপুর এলাকাতে কালিপূজোর নেমন্ত্রন্য খেতে।