স্টাফ রিপোর্টার, আমবাসা, ৩ ডিসেম্বর।। লংতরাইভ্যালি মহকুমার মনু থানাধীন জারুলছড়া গ্রামের গভীর জঙ্গলে অজ্ঞাত পরিচয় এক পচাগলা মৃতদেহ গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে৷
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মনু থানার পুলিশ৷ মৃতদেহের পরিচয় পাওয়া যায়নি৷ হত্যা না আত্মহত্যা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে৷
ঘটনার বিবরণে জানা যায়, মনু থানাধীন জারুলছড়া গ্রামে স্থানীয় এলাকাবাসী রাবার বাগানে কাজ করতে গেলে দুর্গন্ধে কেউ নিজেদের কাজ করতে পারছিল না৷ দুর্গন্ধের উৎস খুঁজতেই দেখতে পায় ছড়ার পাশেই একটি গাছে ঝুলন্ত অবস্থায় একটি মহিলার মৃতদেহ৷
নিজ শাড়ি দিয়েই গলায় ফাঁস লাগানো৷ খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় মনু থানার পুলিশ৷ ডেকে আনা হয় মহকুমা প্রশাসন সহ মেডিক্যাল টিম৷ দেহটা এতটাই পচে গেছে ঘটনাস্থলেই পোস্টমর্টেম করা হয়৷
যদিও মৃত মহিলার পরিচয় পাওয়া যায়নি৷ তবে হত্যা না আত্মহত্যা তা পোস্টমর্টেমের পরই জানা যাবে৷ ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্কের পরিস্থিতি বিরাজ করছে৷