স্টাফ রিপোর্টার, ফটিকরায়, ৩ ডিসেম্বর|| শুক্রবার রাজ্য নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সরকারি ও বেসরকারি উদ্যোগে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয়। এ উপলক্ষে ঊনকোটি জেলার ফটিকরায়ে ভ্যানগার্ড ক্লাবের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। শুক্রবার বিশ্ব প্রতিবন্ধী দিবস।
এ উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি ঊনকোটি জেলার বিভিন্ন জায়গায় প্রতিবন্ধীদের জন্য সরকারী বেসরকারীভাবে অনুষ্ঠিত হয় নানা অনুষ্ঠান। এদিন জেলার ফটিকরায়ে প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র বিতরন করে স্থানীয় ভেনগার্ড ক্লাবের সদস্যরা। এলাকার প্রায় একশোজন শারিরিক প্রতিবন্ধীর হাতে এদিন শীতবস্ত্র তুলে দেয় ক্লাব কর্মকর্তারা। উপস্থিত ছিলেন জিলা সভাধিপতি অমলেন্দু দাস,ফটিকরায় গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজীব দাস,ক্লাব সভাপতি প্রতাপ দেব,ক্লাব সম্পাদক সহ অন্যান্যরা।অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান জিলা সভাধিপতি।পাশাপাশি প্রতিবন্ধীদের প্রতি অবিভাবক সহ প্রত্যেকের যত্নবান হবার পরামর্শ দেন তিনি। ভ্যানগার্ড ক্লাবের কর্মকর্তারা জানিয়েছেন আগামী দিনেও প্রতিবন্ধীদের কল্যাণে তাদের এ ধরনের সামাজিক কর্মসূচি অব্যাহত থাকবে। অন্যান্য ক্লাব স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গুলিকে প্রতিবন্ধীদের কল্যাণে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন।