স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩ ডিসেম্বর|| আইজিএম হাসপাতালে এন আই সি ইউ তে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো এক দাগি চোর। তার কাছ থেকে একটি প্লাস্টিকের বন্দুক সহ অন্যান্য জিনিসপত্র উদ্ধার হয়েছে।
আই জি এম হাসপাতালে এনআইসিওতে নার্সের রুমে চুরি করতে গিয়ে ধরা পড়ে এক চোর। সাথে সাথেই নার্সরা হাসপাতালে থাকা সিকিউরিটি গার্ডকে খবর দিলে গার্ড এসে আটক করে ঐ চোরকে।ঐ চোরের কাছে প্লাস্টিকের নকল বন্দুক সহ আরো অন্যান্য সামগ্রী পাওয়া যায়।খবর দেওয়া হয় পশ্চিম থানায়। পুলিশ এসে ঐ চোরকে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে চুরির মামলা গ্রহণ করেছে পশ্চিম থানার পুলিশ। আইজিএম হাসপাতালে কর্মরত বেসরকারি নিরাপত্তাকর্মী জানিয়েছে সে বেশ কিছুদিন ধরেই হাসপাতালে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে।
সে একজন দাগি চোর বলে নিরাপত্তাকর্মীদের অভিযোগ।আই জি এম এবং জিবি হাসপাতালে প্রতিনিয়ত চুরির ঘটনা বৃদ্ধি পেয়ে চলেছে। রোগী এবং তাঁদের পরিবারের লোকজনদের কাছ থেকে টাকা পয়সা এবং মূল্যবান জিনিসপত্র মোবাইল ফোন ইত্যাদি হাতিয়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে চলেছে। হাসপাতালে সিসি ক্যামেরা লাগানো থাকলেও ওইসব চোরদের আটক করা সম্ভব হচ্ছে না বলে অনেকেই অভিমত ব্যক্ত করেছেন।