।। বিদ্যামোহন জমাতিয়া ।। কাঞ্চনপুর মহকুমার তিনটি ব্লকের মধ্যে জম্পুইহিল ব্লক অন্যতম। কাঞ্চনপুর মহকুমা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে এই ব্লকটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এখানকার পাহাড় ও প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের কাছে আকর্ষণীয়। রাজ্যের প্রান্তিক এলাকার এই ব্লকটির ভৌগোলিক আয়তন ১৮৮ বর্গ কিমি। ব্লকের মোট জনসংখ্যা ১৫,৫২৯ জন। এরমধ্যে পুরুষ ৭,৮৩১ জন এবং মহিলা ৭,৬৯৮ জন। মোট পরিবার রয়েছে ৩,৪৫২টি। এখানে রিয়াং (ব্লু), লুসাই (মিজো), চাকমা জনজাতি সম্প্রদায়ের মানুষের বসবাস। মোট ৭টি এডিসি ভিলেজ কমিটি নিয়ে জম্পুইহিল ব্লক গঠিত।
পশ্চিম মনপুই, ভাঙমুন, তাংসাং, সাবুয়াল, কনপুই, কালাগাং লঙ্গাইভ্যালী এই ৭টি এডিসি ভিলেজের জীবনযাত্রার মান উন্নয়ন ও পরিকাঠামো উন্নয়নে সরকার অগ্রাধিকার দিয়েছে। রূপায়িত হচ্ছে বিভিন্ন কর্মসূচি। যা এখানকার জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক ভূমিকা নিচ্ছে। জম্পুইহিল ব্লক রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প রূপায়ণের ফলে এখন সার্বিক উন্নয়নের পথে দ্রুত এগিয়ে যাচ্ছে। জম্পুইহিল ব্লকে এমজিএন রেগা প্রকল্পে চলতি বছরে অক্টোবর মাস পর্যন্ত ১ লক্ষ ৮৯ হাজার ৫৭৮টি শ্রমদিবসের কর্মসংস্থান হয়েছে। গড় ৬৩.৪০ শতাংশ শ্রমদিবস সৃষ্টি করা হয়েছে।
জমি সমতলকরণ, গ্রামীণ রাস্তা তৈরি, জলসেচের উৎস সৃষ্টি যেমন হয়েছেন তেমনি মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি রূপায়িত হয়েছে। জম্পুইহিল ব্লকে পঞ্চদশ অর্থকমিশন থেকে গত অর্থবছরে ১ কোটি ২৪ লক্ষ ৪৭ হাজার ৭৪৮ টাকা বরাদ্দ এসেছে। এরমধ্যে ৮৬ লক্ষ ৫ হাজার ৪৬৫ টাকা ব্যয়ে সংশ্লিষ্ট ব্লকে কমিউনিটি টয়লেট নির্মাণ, ওয়াটার ট্যাঙ্ক তৈরি, স্ট্রিটলাইট বসানো সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি রূপায়িত হয়েছে। তাছাড়াও চলতি অর্থবছরে পঞ্চদশ অর্থকমিশন থেকে আরও ৪৩ লক্ষ ৪৭ হাজার ৩৬৯ টাকা বরাদ্দ এসেছে। পঞ্চায়েত উন্নয়ন তহবিল থেকে জম্পুইহিল ব্লকের ২০২০-২১ অর্থবছরে অর্থ পেয়েছে ২৮ লক্ষ ২৬ হাজার ৪৭০ টাকা। সেই অর্থ থেকে ৯ লক্ষ ৩০ হাজার ৯৬৪ টাকা খরচ করে ব্লক এলাকার বিভিন্ন বিদ্যালয়, অঙ্গনওয়াড়ি সেন্টার সংস্কার সহ বিভিন্ন কাজ করা হয়েছে।
প্রধানমন্ত্রী আবাস যোজনার (গ্রামীণ) প্রকল্পে ২০২১-২২ অর্থবছরে জম্পুইহিল ব্লকের ৫৪৭টি পরিবারকে ঘর মঞ্জুরি দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০১৯-২০ অর্থবছরে অর্থে প্রধানমন্ত্রী আবাস যোজনায় (গ্রামীণ) প্রকল্পে এই ব্লকের ১১৪টি পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় জম্পুইহিল ব্লকের ১,৫৭৪টি পরিবারকে রান্নার গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে। বিশুদ্ধ পানীয় জল সরবরাহ সম্প্রসারণের লক্ষ্যে পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের উদ্যোগে জলজীবন মিশন প্রকল্পে চলতি বছরে ৩ অক্টোবর পর্যন্ত জম্পুইহিল ব্লকের ৬৫১টি পরিবারে পাইপলাইনের মাধ্যমে পরিশ্রত পানীয়জলের সংযোগ দেওয়া হয়েছে। উল্লেখ্য, বর্তমানে জম্পুইহিল ব্লকের পানীয়জলের উৎস রয়েছে ৯টি ইনোভেটিভ ওয়াটার সাপ্লাই স্কিম। ব্লকে আরও ৩টি ইনোভেটিভ ওয়াটার সাপ্লাই স্কিম শীঘ্রই চালু হবে। এতে এলাকার প্রায় ৭০০টি পরিবার উপকৃত হবে।
কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর থেকে জম্পুইহিল ব্লকের কৃষকদের আয় বৃদ্ধি করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি রূপায়িত হচ্ছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনায় ব্লকের ১,৮২৮ জন কৃষক বছরে ৬ হাজার টাকা করে পাচ্ছেন। জম্পুইহিল ব্লক এলাকার উদ্যান চাষে খুবই উপযোগী। উদ্যান দপ্তরে রাজ্য পরিচালনায় গত বছরে বরাদ্দ অর্থে ব্লকের ৫ হেক্টর জায়গায় মিশ্র ফল, লেবু, কলা, সুপারি চাষ করা হয়েছে। তাছাড়াও দপ্তরের নিজস্ব প্রকল্পে ব্লকে পুনরায় কমলা উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ৪৪ হেক্টর কমলা বাগান সংস্কার করা হয়েছে। এতে ৮৮ জন কমলাচাষী উপকৃত হয়েছেন। আর আগামী বছরে এমজিএন রেগায় ব্লকে ২৮ হেক্টর কমলা বাগান করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
জম্পুইয়ের কমলার হৃত ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকার উদ্যোগ নিয়েছে। এই লক্ষ্যে এমজিএন রেগায় জম্পুইয়ের কমলা বাগান সংস্কারের পাশাপাশি নতুন কমলা বাগান গড়ে তোলারও উদ্যোগ নেওয়া হয়েছে।