শুক্রবার শহীদ ক্ষুদিরাম বসুর ১৩৩ তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলা উজ্জয়ন্ত প্রাসাদের সামনে শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে এক কর্মসূচির আয়োজন করা হয়।
আজ শহীদ ক্ষুদিরাম বসুর ১৩৩ তম জন্ম জয়ন্তী। রাজ্য ক্ষুদিরাম বসুর জন্ম জয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে মূল অনুষ্ঠানটি হয় আগরতলা উজ্জয়ন্ত রাজপ্রাসাদের সামনে।শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে ক্ষুদিরাম বসুর জন্ম জয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্যোক্তারা শহীদ ক্ষুদিরাম বসুর মর্মর মূর্তিকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। ক্ষুদিরাম বসুর জন্ম জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আয়োজকরা বলেন ক্ষুদিরাম বসু স্বাধীনতা সংগ্রামীরা ব্রিটিশ সাম্রাজ্যবাদের হাত থেকে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য জীবন উৎসর্গ করেছেন। কিন্তু স্বাধীন ভারতবর্ষের এখনো ভারতবাসী উপযুক্ত স্বাধীনতা পায়নি বলে তারা অভিমত ব্যক্ত করেন। ক্ষুদিরাম বসুর সহ স্বাধীনতা সংগ্রামীরা স্বাধীন ভারতবর্ষের যে স্বপ্ন দেখেছিলেন স্বাধীনতার 75 বছর পরও সেই স্বপ্ন পূরণ হয়নি বলে তারা অভিমত ব্যক্ত করেন। খোদা দারিদ্রতা কর্মহীনতা নানা সমস্যায় ভুগছে দেশ। এসব সমস্যা থেকে উত্তরণের জন্য ভারতবাসী নতুন করে স্বাধীনতার স্বপ্ন দেখতে হচ্ছে বলেও তারা অভিমত ব্যক্ত করেন। ক্ষুদিরাম বসুর শহর স্বাধীনতা সংগ্রামী রাজ্যের সব স্বপ্ন নিয়ে দেশের স্বাধীনতা সংগ্রামে সামিল হয়েছিলেন সেই স্বপ্ন পূরণে রাষ্ট্রনায়কদের উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।