স্টাফ রিপোর্টার, খয়েরপুর, ৩ ডিসেম্বর|| খয়েরপুর বাজারে সন্ত্রাসীদের আক্রমণে গুরুতর ভাবে আহত হয়েছেন বিরোধী দল সিপিআইএমের যুব সংগঠনের নেতা। আহত জীবনে তাকে দেখতে জিবির হাসপাতালে যান বিরোধী দলনেতা মানিক সরকার।
রাজ্যের শাসক দলের নেতারা সন্ত্রাস নেই বলে জোর গলায় দাবি করলেও নির্বাচনোত্তর সন্ত্রাস বিভিন্ন স্থানে অব্যাহত রয়েছে। শাসক দলের নেতাদের কোনো নির্দেশ মান্য করছেনা দলীয় উশৃংখল-কর্মী সমর্থকরা। তাতে জনমনে আতঙ্ক ক্রমশ বাড়ছে।। বিরোধী দলের নেতাকর্মী ও সমর্থকদের নিরাপত্তা নিয়ে সংশয় ক্রমশ বাড়ছে। রাজধানী আগরতলা শহর সংলগ্ন খয়ের পুর বাজারে সিপিআইএম যুব সংগঠনের এক নেতাকে সঙ্গবদ্ধ হামলা চালিয়ে গুরুতরভাবে জখম করেছে শাসকদলের দুর্বৃত্ত বাহিনী। আহত বিরোধী দলের নেতার নাম সমিরন কর। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিলন কর জানায় গতকাল সন্ধ্যা রাতে এসে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য খয়ের পুর বাজারে গিফটের জিনিস কিনতে এসেছিল। তখন তার উপর সঙ্ঘবদ্ধ হামলা চালানো হয়।
আত্মরক্ষার জন্য যুবনেতা সম্মেলন করে একটি কাপড়ের দোকানের ভিতর আশ্রয় নেওয়ার চেষ্টা করে। সেখানে গিয়ে তার মাথায় লোহার রড দিয়ে আঘাত করা হয়। দোকানের ভিতর ফেলে তাকে প্রচন্ড ভাবে মারধর করা হয়। গুরুতর জখম অবস্থায় তাকে দোকানের ভেতর থেকে টেনে বাইরে ফেলে দেওয়া হয়। সিটি কন্ট্রোলের পুলিশ গাড়ি তাকে সেখান থেকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। তার মাথায় পনেরটি সেলাই লেগেছে বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে বিরোধী দলনেতা মানিক সরকার জিবি হাসপাতালে গিয়ে আহত যুবনেতা সম্পর্কে দেখে আসেন।
জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত সমিরন পর জানায় তিনি ছয়জনকে চিনতে পেরেছেন। তাদের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার এবং কটুর শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে খয়ের পুর এলাকার সহ পার্শ্ববর্তী এলাকা গুলোতে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।