Taliban: ইরানের সীমান্তরক্ষীদের সঙ্গে তালেবানের ব্যাপক সংঘর্ষ

অনলাইন ডেস্ক, ৩ ডিসেম্বর।। ইরানের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে তালেবানের ব্যাপক সংঘর্ষ হয়েছে। বুধবার ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশের সঙ্গে আফগানিস্তানের নিমরুজ প্রদেশের সীমান্তে ভুল বোঝাবুঝির জেরে দুপক্ষের মধ্যে এই গোলাগুলি হয়।বুধবার (১ ডিসেম্বর) প্রকাশিত একাধিক ভিডিওতে ইরান সীমান্তে তালেবান যোদ্ধাদের ব্যস্ততা দেখা যায়। এসময় গুলির আওয়াজও শোনা যাচ্ছিল।

আরেকটি ভিডিওতে এক ইরানি সেনাকে গোলাবর্ষণ করতে দেখা গেছে।ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, আফগানিস্তানের নিমরুজ প্রদেশের শোগালাক এলাকার কাছে একটি ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে তালেবান ও ইরানের সীমান্তরক্ষী বাহিনী সংঘর্ষে জড়িয়ে পড়ে।বুধবার রাতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, ওইদিন বিকালে দু’দেশের সীমান্তরক্ষীদের মধ্যে সাময়িক উত্তেজনা ও গুলি বিনিময় হলেও দু’পক্ষের কর্মকর্তাদের হস্তক্ষেপে বিষয়টি নিষ্পত্তি হয়েছে।

তালেবানের অন্যতম মুখপাত্র আহমাদুল্লাহ ওয়াসিক দু’দেশের সীমান্তে গুলি বিনিময়ের ঘটনা নিশ্চিত করে বলেছেন, উত্তেজনা প্রশমিত হয়েছে। তবে কাবুল বা তেহরান কারো পক্ষ থেকে এ ঘটনায় হতাহতের কোনো কথা জানানো হয়নি।বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, কয়েক বছর আগে আফগানিস্তান থেকে ইরানে মাদকদ্রব্য চোরাচালান প্রতিহত করার উদ্দেশ্যে দু’দেশের সীমান্ত থেকে ইরানের কয়েকশ’ মিটার ভেতরে প্রাচীর নির্মাণ করে তেহরান।

বুধবার ওই প্রাচীর অতিক্রম করে ইরানের কয়েকজন কৃষক তাদের জমিতে কাজ করতে গেলে তালেবান সদস্যরা ভুল বোঝে। তাদের ধারনা ছিল প্রাচীরটি দু’দেশের সীমান্তে অবস্থিত এবং প্রাচীরের ওপারে ইরানের কোনো ভূখণ্ড নেই।ওই ভুল ধারণার ভিত্তিতে তালেবান সদস্যরা গুলি চালালে ইরানের সীমান্তরক্ষীরাও পাল্টা গুলি চালান। তবে গোলাগুলি হলেও দু’পক্ষের কর্মকর্তাদের হস্তক্ষেপে বিষয়টি নিষ্পত্তি হয়।ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিশ্চিত করেছে, দেশটির হিরমন্দ কাউন্টির শাঘলাক গ্রামে এ লড়াই হয়েছে। তারা জানিয়েছে, পাচার রোধে আফগানিস্তান সীমান্তে ইরানের ভূমিতে দেওয়াল তৈরি করা হয়েছে।

বুধবার কয়েকজন ইরানি কৃষক ওই দেওয়াল পার হয়েছিলেন। তা দেখে তালেবান গুলি শুরু করে। সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা ভেবেছিলেন, কৃষকরা সীমান্ত লঙ্ঘন করেছেন, যদিও ওই সময় তারা ইরানের মাটিতেই ছিলেন।ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হয়েছিল, তালেবান একটি ইরানি গ্যারিসনের ভেতরে ঢুকে কয়েকটি ফাঁড়ি দখল করে নিয়েছে। কিন্তু সেই দাবি অস্বীকার করেছে বার্তা সংস্থা তাসনিম। তারা জানিয়েছে, লড়াইয়ের একদম শুরুর দিকের কিছু ফুটেজ ছড়িয়েছে। সীমান্ত এখন পুরোপুরি নিয়ন্ত্রণে।সিস্তান ও বেলুচিস্তানের গভর্নর মোহামম্মদ মারাসি বলেন, সংঘর্ষ গুরুতর ছিল না।

এতে ব্যক্তি কিংবা সম্পদের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি|গভর্নর মোহামম্মদ মারাসি আরও বলেন, ইরানের কৃষকরা আফগান সীমান্তের জিরো পয়েন্টের কাছে তাদের কৃষিক্ষেত দেখতে গিয়েছিলেন। কিন্তু তালেবান ইরানের সুনির্দিষ্ট সীমানা সম্পর্কে সঠিক তথ্য না জেনেই গুলি করা শুরু করে। তালেবানের গুলির জবাবে ইরানের বাহিনী ভারি অস্ত্র দিয়ে গোলাবর্ষণ করে। সংঘর্ষ কয়েক ঘণ্টা স্থায়ী হয়। এরপর দুই পক্ষের কর্মকর্তরা বসে বিষয়টি মিটমাট করেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?