স্টাফ রিপোর্টার, বিশালগড়, ৩ ডিসেম্বর|| ফাঁসিতে আত্মহত্যা দ্বাদশ শ্রেণির এক ছাত্রের। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত নারাউড়া এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশালগড় এর নারাউড়া গ্রামে এক স্কুল পড়ুয়া ছাত্রের ফাঁসিতে আত্মহত্যার ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার বাড়ির লোকজনদের অনুপস্থিতির সুযোগ নিয়ে প্রদীপ সরকার নামে এক যুবক নিজ ঘরে গামছা দিয়ে ফাঁসিতে আত্মহত্যা করে।পরবর্তী সময়ে বাড়িঘরের লোকজন ঝুলন্ত দেহ দেখতে পেয়ে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে।বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা যায় মৃত যুবক বিশালগড় জাঙ্গালিয়া স্কুলে দ্বাদশ শ্রেণীতে পাঠরত। এই যুবক প্রেমঘটিত ঘটনার জেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।
পরিবারের লোকজন জানিয়েছে দীর্ঘ কয়েক মাস ধরে এক যুবতীর সাথে প্রেমে আবদ্ধ হয় প্রদীপ সরকার নামে ওই যুবক। বাড়ির লোকেরা যুবকের প্রেম মানতে রাজি নয়। তা নিয়ে পরিবারের লোকজনদের মধ্যে বাকবিতন্ডা ঘটে। পরবর্তী সময়ে শুক্রবার সকালে ফাঁসিতে আত্মহত্যা পথ বেছে নিয়েছে এই যুবক। বিশালগড় থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে এ ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে ময়নাতদন্তের পর মৃত দেহটি মৃতের পরিবারের হাতে তুলে দেওয়া হয়।