স্টাফ রিপোর্টার, বিশলগড়, ৩ ডিসেম্বর || বিশালগড় বাইদ্যার দিঘি এলাকায় স্কুল থেকে নিজ বাড়ি ফেরার পথে বাইকের ধাক্কায় গুরুতরভাবে জখম ৯ বছরের শিশু। আহত শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।শুক্রবার সকাল দশটা নাগাদ বাইদ্যার দিঘি স্কুল থেকে নিজ বাড়ি ফেরার পথে বাইকের ধাক্কায় গুরুতর জখম হয় ৯ বছরের শিশু হৃদম রায়। রাস্তায় ৯ বছরের শিশুকে ছটফট করতে দেখে পথচলতি লোকেরা পরিবারের লোকদেরকে খবর পাঠায়। পরিবারের লোকেরা খবর শুনে তড়িঘড়ি ছুটে আসে বাইদ্যার দিঘি বাজার সংলগ্ন এলাকায় দুর্ঘটনাস্থলে। সেখান থেকে আহত ৯ বছরের শিশুকে পরিবারের লোকজনরা উদ্ধার করে নিয়ে আসে বিশালগড় মহাকুমা হাসপাতালে।মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য আগরতলার হাপানিয়া হসপিটালে রেফার করে দেয়।
দুঃখজনক বিষয় হল রাস্তায় ৯ বছরের শিশু ছটফট করতে দেখে বাড়িতে খবর পাঠানো হলেও শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার কোন উদ্যোগ গ্রহণ করেনি স্থানীয় বাসিন্দারা। মানবিকতাবোধ নিয়েও প্রশ্ন উঠেছে নানা মহলে।পরিবারের লোকজন ঘটনাস্থলে আসার পরই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে।
তবে বাইক চালককে আটক করেছেন স্থানীয় জনগণ । এখন দেখার বিষয় বাইক আরোহীর বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন।সেদিকে তাকিয়ে রয়েছে গোটা এলাকার লোকজন।