অনলাইন ডেস্ক, ২৬ নভেম্বর।। অ্যাশেজকে সামনে রেখে প্যাট কামিন্সকে টেস্ট অধিনায়ক করল অস্ট্রেলিয়া। সহ-অধিনায়ক করা হয়েছে স্টিভেন স্মিথকে। এ নিয়ে টেস্টে ৪৭তম অধিনায়ক পেল অজিরা। সপ্তাহখানেক আগে যৌন কেলেঙ্কারির দায় নিয়ে নেতৃত্ব ছেড়ে দেওয়া টিম পেইনের স্থলাভিষিক্ত হলেন কামিন্স।
অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথমবার টেস্টে অধিনায়কত্ব করবেন কোনো পেসার। আর সাবেক স্পিনার রিচি বেনাডের পর এই প্রথম বোলার হিসেবে টেস্টে অজিদের নেতৃত্ব দেবেন কামিন্স। এর আগে প্রায় দুই বছর অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন ২৮ বছর বয়সী পেসার।
৮ ডিসেম্বর ব্রিসবেনে শুরু হতে যাচ্ছে অ্যাশেজ। চির প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে হতে যাওয়া এই ঐতিহাসিক টেস্ট সিরিজের আগে বড় দুঃসংবাদ শুনে অস্ট্রেলিয়া। তাদের নিয়মিত অধিনায়ক পেইন নেতৃত্ব ছাড়েন যৌন কেলেঙ্কারির দায় নিয়ে। অনির্দিষ্ট সময়ের জন্য ক্রিকেট থেকেও বিরতি নিয়েছেন তিনি।
অজিদের নেতৃত্ব পাওয়ার পর কামিন্স বলেন, ‘অ্যাশেজের আগে আমি এই ভূমিকা গ্রহণ করতে পেরে সম্মানিত বোধ করছি। গত কয়েক বছরে টিম (পেইন) দলের মধ্যে যে নেতৃত্ব দিতে পেরেছিল আশা করি আমি তা দিতে পারব। ’