অনলাইন ডেস্ক, ২৬ নভেম্বর।। রালফ রাংনিককে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। তার সঙ্গে ইংলিশ ক্লাবের ৬ মাসের চুক্তি হতে যাচ্ছে বলে বিবিসি তাদের প্রতিবেদনে বলেছে।
উলে গুনার সুলশারকে ক’দিন আগে বরখাস্ত করে ইউনাইটেড। সেই শূন্য পদে ৬৩ বছর বয়সী রাংনিক দায়িত্ব নিতে প্রস্তুত।
তবে এই সপ্তাহে চেলসির বিপক্ষে ম্যাচে হয়তো ডাগ আউটে থাকতে পারবেন না এই জার্মান। কারণ এখন তিনি ওয়ার্ক পারমিটের জন্য অপেক্ষা করছেন।
রাংনিককে জার্মানিতে আধুনিক কোচিংয়ের ‘গডফাদার’ হিসাবে দেখা হয়। লোকোমোটিভ মস্কোর ক্রীড়া উন্নয়নের প্রধান হিসাবে বহাল ছিলেন তিনি। সেই চাকরি ছেড়ে এখন তিনি যোগ দিতে চলেছে ইউনাইটেডে।
লোকোমোটিভও রাংনিককে ছাড়পত্র দিতে রাজি হয়েছে। স্বভাবতই ইউনাইটেডের কোচ হতে আর কোনো বাধা নেই তার।