অনলাইন ডেস্ক, ২৫ নভেম্বর।। পিছিয়ে পড়েও দুর্দান্ত ক্যামব্যাক করল ম্যানচেস্টার সিটি। ঘরের সমর্থকদের নিরাশ করেনি পেপ গার্দিওলার শিষ্যরা। পিএসজিকে ২-১ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপের সেরা দল হিসেবে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করল ইংলিশ চ্যাম্পিয়নরা।
ইতিহাদে শুরুতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সিটি।
কিন্তু বেশ কয়েকটি সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। ৩৩তম মিনিটে গুন্দোগানের বুলেট গতির শট বাধা পায় পিএসজির পোস্টে। খানিক পরই রিয়াদ মাহরেজের আরেকটি শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক কেইলর নাভাস।
দ্বিতীয়ার্ধে শুরুতে পিছিয়ে পড়ে সিটি। ৫০তম মিনিটে জাল খুঁজে কিলিয়ান এমবাপ্পে। তবে এরপরই ঘুরে দাঁড়ায় সিটিজেনরা। ৬৩তম মিনিটে বাই-লাইনের কাছে লাফিয়ে নেওয়া ভলিতে গোলমুখে বল বাড়ান কাইল ওয়াকার। বদলি হিসেবে মাঠে নামা গাব্রিয়েল জেসুস সেই বলে টোকা দিতে পারেননি। তবে ঠিকই জাল খুঁজে নেন পেছনে দাঁড়ানো রহীম স্টার্লিং।
৭৬তম মিনিটে এগিয়ে যায় সিটি। মাহরেজের ডান দিক থেকে দূরের পোস্টে বাড়ানো ক্রসে বল পান বার্নার্দো সিলভা। তিনি বল বাড়িয়ে দেন জেসুসকে। ডান পায়ের শটে নাভাসকে পরাস্ত করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
পুরো ম্যাচে বেশ কয়েকটি বিচ্ছিন্ন আক্রমণ করেছেন মেসি-নেইমার। কিন্তু বার্সার সাবেক দুই তারকাকে সুযোগ করতে দেয়নি গার্দিওলার রক্ষণভাগ।
চ্যাম্পিয়নস লিগের গত আসরের সেমিফাইনালে ম্যানসিটির বিপক্ষে দুই লেগেই হেরেছিল পিএসজি। তবে এবার গ্রুপ পর্বে প্রথম সাক্ষাতে জিতে কিছুটা হলেও কষ্ট কমায় ফরাসি জায়ান্টরা। কিন্তু ইতিহাদে ফিরতি লেগেই ফের হারল পিএসজি।
হারলেও অবশ্য গ্রুপ পর্বে সিটির পেছনে থেকে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করল পচেত্তিনোর দল। ৫ ম্যাচে তাদের পয়েন্ট ৮। গ্রুপের অন্য দুই দলের খেলায় লাইপজিগ ৫-০ গোলে ক্লাব ব্রুগেকে তাদেরই মাঠে উড়িয়ে দেওয়ায় এক ম্যাচ হাতে রেখে নকআউট পর্বে উঠে গেল পিএসজি। অন্যদিকে, সিটি শেষ ষোলোর টিকিট কাটল গ্রুপ সেরা হয়ে। ৫ ম্যাচে তাদের পয়েন্ট ১২।