অনলাইন ডেস্ক, ২৪ নভেম্বর।। ইউরোপে করোনাভাইরাসের সংক্রমণ যেভাবে বাড়ছে, তাতে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, এই প্রবণতা অব্যাহত থাকলে এই শীতে মহাদেশটিতে ২০ লাখ ২০ হাজার মানুষ মারা যাবে।
মঙ্গলবার এক বিবৃতিতে এই হুঁশিয়ারি জারি করেছে ডব্লিউএইচও। সংস্থাটি আরও জানায়, কেবল আগামী মাসেই ইউরোপে প্রায় সাত লাখ মানুষ মারা যেতে পারে। তাই ইউরোপজুড়ে কঠোর বিধিনিষেধ পুনরায় আরোপ করার চেষ্টা করা হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা, এখন থেকে আগামী বছরের ১ মার্চ ইউরোপের ৫৩টি দেশের মধ্যে ৪৯টিতেই হাসপাতালগুলোর নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) রোগীর চরম চাপ থাকবে।
ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশনের পরিসংখ্যান উদ্ধৃত করে ডব্লিউএইচও জানিয়েছে, এখন ইউরোপ ও মধ্য এশিয়া জুড়ে মৃত্যুর প্রধান কারণ হলো কোভিড-১৯।
কোভিডের অতি সংক্রামক ধরন ডেল্টা, টিকা গ্রহণে মানুষের অনীহা, মাস্ক পরা ও শারীরিক দূরত্বের মতো ব্যবস্থা শিথিল করার ফলে ইউরোপে এর প্রকোপ বেড়েছে।
ডব্লিএইচও-র তথ্য অনুসারে, গত সপ্তাহে ইউরোপে করোনায় মৃত্যু দিনে প্রায় চার হাজার ২০০ জন বেড়েছে। গত সেপ্টেম্বরের শেষ দিকেও এর অর্ধেক মৃত্যু হয়েছিল।