অনলাইন ডেস্ক, ২০ নভেম্বর।। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট সিরিজের জন্য ২২ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। দলে জায়গা হয়নি লাহিরু থিরিমান্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, নিরোশান দিকভেলা ও দাসুন শানাকার।
এই বছরের শুরুর দিকে বাংলাদেশের বিপক্ষে হওয়া শ্রীলঙ্কার আগের টেস্ট সিরিজে ছিলেন তারা। ইংল্যান্ডের বিপক্ষে জৈব-সুরক্ষা বলয়ের নিয়ম ভঙ্গের কারণে নিষেধাজ্ঞায় আছেন দিকভেলা। যার কারণে ক্যারিবিয়ানদের বিপক্ষে জায়গা হয়নি তার।
সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে উইন্ডিজ সিরিজে ডাক পেয়েছেন চারিথ আসালাঙ্কা। আসরে লঙ্কানদের হয়ে সর্বোচ্চ রান করেন তিনি। এছাড়া পারিবারিক কারণে আগের টেস্ট সিরিজে না থাকলেও এবার ফিরলেন দুষ্মন্ত চামিরা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লঙ্কানদের দুই সিরিজের প্রথম টেস্ট হবে ২১ নভেম্বর, গলে।
শ্রীলঙ্কা স্কোয়াড: দিমুথ করুনারত্নে, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা, পাথুম নিশানকা, চারিথ আসালাঙ্কা, মিনোদ ভানুকা, রোশেন সিলভা, রমেশ মেন্ডিস, কামিলা মিশারা, চামিকার করুনারত্নে, লক্ষণ সান্দাকান, লাসিথ এম্বুলদেনিয়া, প্রবীন জয়াবিক্রমা, সুমিন্দা লক্ষণ, সুরঙ্গা লাকমল, বিশ্ব ফার্নান্দো, দুষ্মন্ত চামিরা, লাহিরু কুমারা, আশিথা ফার্নান্দো, চামিকা গুনাসেকারা।