অনলাইন ডেস্ক, ২০ নভেম্বর।। জার্মান রাজ্য বাভারিয়া করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় এ বছর তাদের জনপ্রিয় সব বড়দিনে মার্কেট বন্ধ ঘোষণা করেছে।
এএফপি জানায়, মহামারি মোকাবেলায় কঠোর বিধিনিষেধ আরোপের অংশ হিসেবে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এক সংবাদ সম্মেলনে রাজ্য প্রধানমন্ত্রী মার্কুস সোয়েডার বলেন, সেখানকার বর্তমান ‘পরিস্থিতি খুবই, খুবই মারাত্মক এবং সঙ্কটপূর্ণ। ’
তিনি নতুন করে ছড়িয়ে পড়া এ ভাইরাসের চতুর্থ ঢেউয়ের লাগাম টেনে ধরতে ক্লাব, বার ও রেস্তোরাঁর রাত্রিকালীন সেবা বন্ধেরও ঘোষণা দেন।
ইউরোপের দেশগুলোতে এমনিতেই জনসংখ্যা কম। জার্মানিতে মাত্র ৮ কোটি লোকের বাস। পশ্চিম ইউরোপে সবচেয়ে কম টিকাদান হয়েছে এ দেশে। প্রায় ৬৭ শতাংশ নাগরিকের টিকাদান সম্পন্ন হয়েছে। আরও ৩৩ শতাংশ এখনো টিকাদানের বাইরে।
বিশেষজ্ঞদের অনুমান, এই কারণেই সংক্রমণ এই হারে বেড়েছে দেশটিতে। মূলত সংক্রমণ ঘটছে করোনার ভারতীয় ‘ডেল্টা’ ধরনে। এটি এমনিতেই অতি সংক্রামক।
বার্লিনের সংক্রামক রোগ বিশেষজ্ঞ টোবিয়াস কুর্থ বলেন, ‘সংক্রমণ বৃদ্ধির আরও একটি কারণ রয়েছে।
এ বছরের শুরুতে যাদের টিকা দেওয়া হয়েছে, বছরের শেষে তাদের অনেকেরই দেখা যাচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা চলে গেছে। ’
দেশটির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল বলেছেন, ‘সামনে শীত। এভাবে যদি সংক্রমণ বাড়তে থাকে, হাসপাতালের আইসিইউ ভরে যাবে। তখন আর কিছু করা যাবে না। ’