অনলাইন ডেস্ক, ২০ নভেম্বর।। কিছুদিন আগে কাশ্মীর থেকে রোমান্স করে ফেরেন নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত। এবার কলকাতার সেই ছবি ‘মাস্টারমশাই আপনি কিছুই দেখেননি’র মহরত হয়ে গেল।
বিবাহ বহির্ভূত সন্তান জন্মের পর নুসরাত-যশ জুটির এটিই প্রথম ছবি। পরিচালনা করছেন শিলাদিত্য মৌলিক।
১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত তপন সিনহার ‘আতঙ্ক’ ছবিতে সুমন্ত মুখোপাধ্যায়ের সংলাপ ছিল ‘মাস্টারমশাই, আপনি কিন্তু কিছুই দেখেননি’। পরিচালক শিলাদিত্য জানিয়েছেন, তার এই নতুন ছবিটি তপন সিনহাকেই ট্রিবিউট দিচ্ছে।
বুধবার তিনি বলেন, ‘এটা সত্যি মজার, যে মহরতের আগেই কাশ্মীরে গানের শুটিং করে ফেলেছি আমরা। বাইরে ছিলাম বলে মহরত করতে পারিনি। সেই কারণেই আজ একটা পূজা ছিল। সেখানেই ছবির অফিশিয়াল ঘোষণা করেছি আমরা। আমরা তপন সিনহাকে ট্রিবিউট দিচ্ছি। ছবিতে মাস্টারমশাইয়ের চরিত্রে কে অভিনয় করবেন, সেটা নিয়ে এখনো ভাবনাচিন্তা চলছে। অনেকের সঙ্গে কথা হয়েছে।
কিন্তু নিশ্চিত হয়নি। যশ-নুসরাতই নিশ্চিত হয়েছে এখনো পর্যন্ত। ’
শিলাদিত্য জানিয়েছেন, ছাত্র রাজনীতি নিয়ে তৈরি হচ্ছে ছবিটি। বলেন, “‘আতঙ্ক’ ছবির মতো গল্প একেবারেই নয় আমার ছবির। কিন্তু প্রেক্ষাপট সেটাই। ২০০০ সালের গল্প। যশ ও নুসরাতকে দেখা যাবে কলেজের সিনিয়র ছাত্রের চরিত্রে। ওরা রিসার্চ ফেলোর চরিত্রে অভিনয় করছে। ছাত্র রাজনীতি জীবনে কী-কী প্রভাব ফেলে, সেটা নিয়েই গল্প। ”
এর আগে ‘ওয়ান’সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেন নুসরাত-যশ। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে ‘এসওএস’।