Crime: শিশু চোর সন্দেহে বহিঃরাজ্যের ৪ সাধু ও ১ গাড়ি চালককে আটক করে গণধোলাই

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২০ নভেম্বর।। শিশু চোর সন্দেহে বহিঃরাজ্যের ৪ সাধু এবং ১ গাড়ি চালককে আটক করে উত্তম-মধ্যম দিল স্থানীয় উত্তেজিত জনতা। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন শান্তিনগর গ্রামে শনিবার সাতসকালে। গ্রামবাসী সূত্রে প্রাপ্ত খবর এরকম যে, শনিবার সকাল বেলা শান্তিনগর এলাকার আট বছর বয়সি এক নাবালিকা কন্যাকে ৪ সাধু হাত ধরে টেনে UP22AU0418 নম্বরের কালো রঙ্গের তাদের গাড়িতে তুলে নিয়ে যাবার চেষ্টা করছিল বলে অভিযোগ।

তখন স্থানীয় গ্রামবাসীরা ঘটনা প্রত্যক্ষ করে গাড়িতে থাকা ৪ সাধু ও গাড়ির চালক সহ মোট পাঁচজনকে আটক করে উত্তম-মধ্যম দিতে শুরু করে। সেই সঙ্গে তাদের গাড়িটি ভাঙচুর চালায় উত্তেজিত জনগণ।

কিন্তু গাড়িতে থাকা চালক সহ মোট পাঁচ জন যথাক্রমে জীতেন্দ্র গোস্বামী (৩১),ভোজরাজ গোস্বামী (৭২), দীনেশ গোস্বামী(২১), গাড়ির চালক ধর্মবীর সিং (৩৬), এবং টিংকু গোস্বামী(৩২) এই পাঁচজনকে স্থানীয় জনগণ বেধড়ক প্রহার করে। জানা যায় এদের সবার বাড়ি উত্তর প্রদেশের বিভিন্ন জেলায়। এদের মধ্যে টিঙ্কু গোস্বামী (৩২) এর মাথায় গুরুতর আঘাত লাগে। পরিস্থিতি এক পর্যায়ে শান্তিনগর এলাকায় উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার খবর যায় তেলিয়ামুড়া থানায়।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় এবং সেই জায়গা থেকে চার সাধু সহ তাদের গাড়ির চালককে উদ্ধার করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে। সেই সঙ্গে তাদের গাড়িটিও উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ বিষয়ে সন্ন্যাসীদের জিজ্ঞেস করা হলে তারা জানিয়েছেন, তারা তীর্থ ভ্রমণে বেরিয়েছেন।

তারা দেশের বিভিন্ন জায়গার ঘুরে বেড়ান। তাদের উপর যে শিশু চুরির অভিযোগ উঠেছে সেটি সম্পূর্ণ মিথ্যা। এদিকে এলাকাবাসীদের অভিযোগ, একটি শিশু সন্তানকে কিছু একটা বলার পর তার চিৎকার শুনে এলাকার সকলে জড়ো হয় এই সাধুদের আটক করে এবং পুলিশের হাতে তুলে দেয়।

কিন্তু সবটাই পুলিশ সঠিকভাবে তদন্ত করলে বিষয়টি স্পষ্ট হবে। এ প্রসঙ্গে তেলিয়ামুড়া থানার সেকেন্ড অফিসার গোবিন্দ দাস জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে জিজ্ঞাসাবাদ করে তাদের থেকে পুলিশ জানতে পেরেছে তারা নাকি শান্তিনগর এলাকায় কোন এক ভক্তের বাড়িতে এসেছিলেন। কিন্তু প্রকৃতপক্ষে আসল ঘটনা কি তা তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসবে।

তবে এলাকাবাসী সূত্রে আরো জানা গেছে, ওই ৪ সন্ন্যাসী সহ গাড়ির চালক গতকাল রাতে নাকি তেলিয়ামুড়া নেতাজি নগর স্থিত লোকনাথ সেবা মন্দির আশ্রমে রাত্রিবাস করেছিলেন। এই ঘটনার পেছনে আসল কি রহস্য লুকিয়ে রয়েছে তা পুলিশি তদন্তে বেরিয়ে আসবে। তবে যাই হোক সাতসকালে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা তেলিয়ামুড়া জুড়ে আতঙ্ক ছড়িয়েছে।

ujjivan
sbi life
hero
hdfc
dailyhunt
bazar kolkata
adjebra

 

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?