অনলাইন ডেস্ক, ২০ নভেম্বর।। ২০১৯ সালের শেষ দিকে চীনের উহানে প্রথমবার কভিড-১৯ শনাক্ত হয় ও মৃত্যুর খবর পাওয়া যায়। পরের বছরের জানুয়ারি থেকে অন্যান্য দেশে ছড়িয়ে পড়ার খবর আসতে থাকে। এরপর সারা বিশ্বের মানুষ দেখছে লাশের সারি ও স্বজনদের আহাজারি।
গত দেড় বছরের বেশি সময়ে দেশে দেশে লকডাউন, বাধ্যতামূলক স্বাস্থ্যবিধি পালন ও সর্বশেষ গণ টিকাদান সত্ত্বেও করোনা এখনো দাপট দেখিয়ে যাচ্ছে। বিশেষ করে ভাইরাসের ভারতীয় ধরন ডেল্টা নতুন করে উদ্বেগে ফেলে সারা বিশ্বকে। সামনের শীত মৌসুমকে ঘিরে বাড়ছে আশঙ্কা।
পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের ডেটা বিশ্লেষণ করে দেখা যায়, সাম্প্রতিক সময়ে প্রতি সপ্তাহে বিশ্ব জুড়ে গড়ে অর্ধ লাখের বেশি মানুষ মারা যায়। গত ১৩ নভেম্বর মহামারিতে মৃত্যু সাড়ে ৫১ কোটি ছাড়িয়ে যায়, আর এর পরের সাত দিনে মারা গেছে আরও ৫০ হাজার মানুষ।
ওয়ার্ল্ডোমিটার শনিবার সকাল পৌনে ১০টা নাগাদ জানায়, এ পর্যন্ত বিশ্বে মারা গেছে ৫১ লাখ ৫৫ হাজার ২০৮ জন। মোট শনাক্ত হয়েছে ২৫ কোটি ৬৯ লাখ ৩৫ হাজার ২৬৩ রোগী। সুস্থ হয়ে উঠেছে ২৩ কোটি ১৯লাখ ৭৪ হাজার ৯৬৯ জন।
আক্রান্তের তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। মৃত্যুতেও দেশটি এক নম্বরে। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪ কোটি ৮৫ লাখ ২১ হাজার ৫৯৬ জন। মারা গেছে ৭ লাখ ৯১ হাজার ৯৮ জন।
৩ কোটি ৪৪ লাখ ৯৫ হাজার ৫০৬ জন শনাক্তের হিসাব নিয়ে সংক্রমণে দ্বিতীয় ভারত। দেশটিতে মারা গেছে ৪ লাখ ৬৫ হাজার ৮২ জন।
তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২ কোটি ২০ লাখ ৩ হাজার ৩১৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে ৬ লাখ ১২ হাজার ৪১১ জন মানুষ, যা মৃত্যুর হিসেবে বিশ্বে দ্বিতীয়।
যুক্তরাজ্যে ৯৭ লাখ ৬৬ হাজার ১৫৩ জন শনাক্তের বিপরীতে মারা গেছে ১ লাখ ৪৩ হাজার ৭১৬ জন। তালিকার পঞ্চম অবস্থানে থাকা রাশিয়ায় ৯২ লাখ ৫৭ হাজার ৬৮ জন রোগী শনাক্ত হয়েছে, মারা গেছে ২ লাখ ৬১ হাজার ৫৮৯ জন।