অনলাইন ডেস্ক, ২০ নভেম্বর।। ২০২০ সালের শুরুর দিকে দ্বিতীয় স্ত্রী পরিচালক কিরাণ রাওয়ের সঙ্গে ছাড়াছাড়ি হয় আমির খানের। সবশেষ বলিউডপাড়ায় জোর গুঞ্জন চলছে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির।
নেটিজেনরা আমিরের তৃতীয় বিয়ের সম্ভাবনা নিয়ে শুধু আলোচনাই করছেন না, এবার কাকে জীবনসঙ্গিনী করবেন মিস্টার পারফেকশনিস্ট, তা নিয়েও চলছে বিস্তর জল্পনা। খবর: এই সময়
প্রতিবেদনটি নেটিজেনদের উদ্ধৃতি দিয়ে বলছে, কারিনা কাপুরের সঙ্গে ‘লাল সিং চাড্ডা’ মুক্তি পাওয়ার পরই নাকি নতুন লাইফ পার্টনারকে প্রকাশ্যে আনবেন আমির।
অনেকেই ফাতিমা সানা শেখকে জড়িয়েই আলোচনা তুলছেন। এমনকি আমির খান-কিরাণ রাওয়ের ডিভোর্সের সময় বারবার উঠে এসেছিল ফাতিমা সানার নাম। বলা হচ্ছিল, ফাতিমার জন্যই তাদের সংসারে ফাটল ধরেছে। বয়সে প্রায় ২৭ বছরের ছোট ফাতিমার প্রেমেই হাবুডুবু খাচ্ছেন আমির।
২০২২ সালের ভ্যালেন্টাইন ডে’তে মুক্তি দেয়া হবে ‘লাল সিং চাড্ডা’র। তবে, ফিল্ম ক্রিটিক তারান আডার্স মনে করছেন, লাল সিং চাড্ডা মুক্তি পাবে সামনের বছর ১৪ এপ্রিল। অস্কারজয়ী ‘ফরেস্ট গাম্প’র রিমেক ‘লাল সিং চাড্ডা’।