Release: ম্যালকম এক্স হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত দুই ব্যক্তি অভিযোগ থেকে মুক্তি পেতে যাচ্ছেন

অনলাইন ডেস্ক, ১৮ নভেম্বর।। যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ প্রসিকিউটর জানান, ১৯৬৫ সালে মার্কিন সিভিল রাইটস নেতা ম্যালকম এক্স হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হওয়া দুই ব্যক্তি অভিযোগ থেকে মুক্তি পেতে যাচ্ছেন।

ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি বলেন, মোহাম্মদ আজিজ ও খলিল ইসলাম নামের ওই দুই ব্যক্তি প্রাপ্য বিচার পাননি।

প্রসিকিউটর সাইরাস ভান্স জুনিয়র নিউইয়র্ক টাইমসকে বলেন, সম্ভবত তারা বেকসুর খালাস পাবেন এমন প্রমাণ গোপন করেছিল পুলিশ।

সাড়ে পাঁচ দশকের বেশি সময় আগে নিউইয়র্ক সিটি বলরুমে পরিবারের সদস্যদের সামনে গুলিতে নিহত হন ম্যালকম এক্স। আজিজ ও খলিল ছাড়াও থমাস হাগেন নামের এক ব্যক্তিকে ওই ঘটনায় অভিযুক্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

এ তিনজনই রাজনৈতিক ও ধর্মীয় আন্দোলন নেশন অব ইসলামের সদস্য। তারা পরবর্তীতে প্যারোলে মুক্তি পান। এর মাঝে খলিল ২০০৯ সালে মারা যান। আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে আজিজ ও খলিলের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন অ্যাটর্নি ভান্স।

তার মতে, আইন প্রয়োগকারী সংস্থাগুলো তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। ওই ব্যক্তিরা তাদের প্রাপ্য বিচার পাননি। বৃহস্পতিবার এ বিষয়ে বিস্তারিত জানাবেন বলেও উল্লেখ করেন ভান্স।

ভুলভাবে শাস্তি পাওয়া ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিতে কাজ করে এমন অলাভজনক সংগঠন ইনোসেন্স প্রজেক্টের আবেদন বিবেচনা করে ২০২০ সালে ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি পুরোনো রায়ের পর্যালোচনা করেন।

চলতি বছরের শুরুর দিকে ম্যালকম এক্সের মেয়ে তার বাবার হত্যাকাণ্ডের তদন্ত নতুন প্রমাণে আলোকে বিশ্লেষণের অনুরোধ করেন।

১৯৬৫ সালের ওই ঘটনার সময় দায়িত্বপালন করা এক পুলিশ মৃত্যুশয্যায় লেখা চিঠিতে জানিয়েছিলেন, নিউইয়র্ক পুলিশ ও এফবিআই-এর ষড়যন্ত্রের ফলে এ হত্যাকাণ্ড ঘটে।

ujjivan
sbi life
hero
hdfc
dailyhunt
bazar kolkata
adjebra

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?