School: পূর্ব মাছলি ভিলেজে ৪৮০ আসন বিশিষ্ট একলব্য আদর্শ আবাসিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন

স্টাফ রিপোর্টার, আমবাসা, ১৫ নভেম্বর।। আজ প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে লংতরাইভ্যালি মহকুমার পূর্ব মাছলি ভিলেজে ৪৮০ আসন বিশিষ্ট একলব্য আদর্শ আবাসিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন৷ এদিন সারা দেশে ৫০টি একলব্য আদর্শ আবাসিক বিদ্যালয়ের ফলক উন্মোচন করা হয৷ তার মধ্যে একটি ছিল পূর্ব মাছলি ভিলেজে৷

মধ্যপ্রদেশে ভোপালে প্রধানমন্ত্রীর হাত দিয়ে ফলক উন্মোচনের সাথে সাথেই আনুমানিক ২টা নাগাদ বিধায়ক ও এমডিসির হাত দিয়ে পূর্ব মাছলির একলব্য সুকলের ফলক উন্মোচন করা হয়৷ বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক শম্ভুলাল চাকমা বলেন, সুস্থ সমাজ গঠনে শিক্ষার গুরুত্ব অপরিসীম৷

তিনি বলেন, কেউ কেউ সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলে শান্ত ত্রিপুরাকে অশান্ত করার চেষ্টা করছে৷ সেদিকে জনগণকে সতর্ক থাকতে হবে৷ বিজেপি সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে বলেন, এক সাথে ১ লক্ষ ৪৭ হাজার ৮০৫ জন বেনিফিশিয়ারিকে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে৷

যা বাম আমলে কখনও সম্ভব হয়নি৷ তাছাড়া পূর্ব মাছলি ভিলেজেই শুধুমাত্র একলব্য আদর্শ আবাসিক বিদ্যালয় ফলক উন্মোচন করা হয়নি আজ ত্রিপুরায় মোট তিনটি একলব্য সুকলের ফলক উন্মোচন করা হয়৷ ছামনুতে একটি একলব্য বিদ্যালয়ের কাজ শুরু হয়ে গেছে৷

মনু-ছৈলেংটা আসনের এমডিসি সঞ্জয় দাস বর্তমান যুব সমাজ যেভাবে ড্রাগসের নেশায় আসক্ত হচ্ছে তা নিয়েও ঊষ্মা প্রকাশ করেন৷ তিনি বলেন জনজাতিদের কল্যাণে বিজেপি সরকার বদ্ধপরিকর৷ তাই প্রত্যন্ত এলাকায়ও শিক্ষার আলো পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার৷

আজকের শিলান্যাস অনুষ্ঠানে ছামনু’র বিধায়ক শম্ভু লাল চাকমা, মনু-ছৈলেংটা আসনের এমডিসি সঞ্জয় দাস ছাড়াও উপস্থিত ছিলেন লংতরাইভ্যালি মহকুমা শাসক অর্মত্য বর্মন, মনু ব্লক আধিকারিক পরিমল মজুমদার সহ অন্যান্যরা৷ তবে স্থানীয় বিধায়ক দিবাচন্দ্র রাঙ্খলের উপস্থিতি লক্ষ্য করা যায়নি৷

ujjivan
sbi life
hero
hdfc
dailyhunt
bazar kolkata
adjebra

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?