Privacy: ফিলিস্তিনিদের গোপনীয়তা বলে কিছু নেই, যেকোনো কথা শুনছে ইসরায়েলিরা সেনারা

অনলাইন ডেস্ক, ১৬ নভেম্বর।। ইসরায়েল দখলকৃত পশ্চিম তীর ও গাজায় ফিলিস্তিনিদের গোপনীয়তা বলে কিছু নেই। তাদের যেকোনো কথা শুনছে ইসরায়েলিরা সেনারা।

দখলধাররা স্থানীয়দের সবার মোবাইল ও টেলিফোনে আড়িপাতার প্রযুক্তি যোগ করে দিয়েছে বা দিচ্ছে।

ইসরায়েল সেনাবাহিনীর এলিট সিগন্যালস ইন্টেলিজেন্স ইউনিট ৮২০০-এর এক প্রাক্তন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মিডলইস্ট আই।

কেরেম শালোম ক্রসিং-এর মাধ্যমে গাজায় মোবাইল বা ফোন আমদানি করা হয়। এখানেই ইসরায়েলিরা যোগাযোগ যন্ত্রে বাগ ঢুকিয়ে দেয়।

অধিকৃত অঞ্চলের সব মোবাইল যোগাযোগ হয় জাওয়াল ও ওয়াতানিয়া কোম্পানির নেটওয়ার্কের মাধ্যমে। সেখানেও কড়া নজরদারি রয়েছে বলে জানান সিগন্যালস ইন্টেলিজেন্সের ওই সাবেক সদস্য।

তিনি জানান, কখনো কখনো ব্যক্তিগত কথাবার্তা, এমনকি অন্তরঙ্গ আলাপও সংরক্ষণ করে রাখে সেনারা এবং তাদের বন্ধুদের কাছে পাঠায়।

একই সময়ে শত শত সেনারা ফিলিস্তিনিদের কথা শুনছে। অডিও মনিটরিং-এ দুটো দল কাজ করে। প্রথম দলটি রাজনৈতিকভাবে সক্রিয় বা ইসরায়েলের জন্য নিরাপত্তা হুমকি, এমন লোকদের কথোপকথন শুনে।

এ ছাড়া ফিলিস্তিনি সমাজের দুর্বল অংশগুলোর অনুসন্ধান চালনায় ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সিনবেথ।

এর মাধ্যমে নানা ধরনের সমস্যাগ্রস্ত লোকদের চিহ্নিত করে ব্ল্যাকমেল বা টাকার লোভ দেখিয়ে ইসরায়েলের পক্ষে কাজ করানো হয়। এভাবে সহযোগিতায় বাধ্য করাকে ইসরায়েলের নিয়ন্ত্রণ বজায় রাখার একটি অংশ বলে জানান ওই সাবেক গোয়েন্দা।

ujjivan
sbi life
hero
hdfc
dailyhunt
bazar kolkata
adjebra

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?