স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৫ নভেম্বর।। রাজ্যে জাতি-জনজাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষ সৌভ্রাতৃত্বের পরিবেশে বসবাস করছেন। কিন্তু গত কয়েকদিন ধরে বহিরাজ্যের একটা চক্র রাজ্যের এই সৌভ্রাতৃত্বের পরিবেশকে বিনষ্ট করার প্রয়াসে লিপ্ত রয়েছে।
যা অত্যন্ত নিন্দনীয়। আজ সন্ধ্যায় সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী একথা বলেন।
তিনি বলেন, বহিরাজ্য থেকে কিছু লোক ভুয়ো পরিচয় দিয়ে রাজ্যে প্রবেশ করে রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য ও গরিমাকে দেশের সামনে বদনাম করার প্রচেষ্টা করছে। ভুয়ো সংবাদ ও ভিডিয়ো প্রকাশ করে একাংশ লোক রাজ্যের হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে যে ঐক্যের বাতাবরণ রয়েছে তা নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে।
তিনি জানান, রাজ্যে এমন কোনও ঘটনা ঘটেনি যাতে রাজ্যের শান্তির পরিবেশ বিঘ্নিত হতে পারে। রাজ্যের হিন্দু-মুসলিম জাতি-জনজাতি সকল অংশের মানুষ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ রয়েছে।
https://www.facebook.com/SushantaChowdhuryOfficial/videos/1055138788567945/
তা নষ্ট করার জন্য একটা গভীর ষড়যন্ত্র চলছে। রাজা সরকার জনগণকে সঙ্গে নিয়েই এইসব ষড়যন্ত্রের মোকাবিলা করবে। তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আরও জানান, কিছুদিন আগেও একটা চক্র রাজ্যে সাম্প্রদায়িক বিভেদের প্রচেষ্টা করেছিলো।
কিন্তু মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হস্তক্ষেপ এবং আরক্ষা প্রশাসনের সাহায্যে তা শক্ত হাতে মোকাবিলা করা হয়েছিলো। কোনও ষড়যন্ত্রের মাধ্যমে রাজাকে কিছুতেই বদনাম করতে দেবে না রাজা সরকার। এ ব্যাপারে জনগণকেও সজাগ দৃষ্টি এবং সচেতন থাকার আহ্বান জানান তথ্য ও সংস্কৃতি মন্ত্রী।