Greeting: জাতীয় প্রেস দিবস উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী এবং তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৫ নভেম্বর।। জাতীয় প্রেস দিবস উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সংবাদ মাধ্যমের সম্পাদক, সাংবাদিক, সংবাদকর্মীসহ গণমাধ্যমের সাথে জড়িত সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন৷

শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, প্রতিবছর ১৬ নভেম্বর দিনটি জাতীয় প্রেস দিবস হিসেবে পালন করা হয়৷ ১৯৬৬ সালে এই দিনই প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার যাত্রা শুরু হয়েছিল৷ এরপর থেকেই এক একটি ভিন্ন ভিন্ন ভাবনা নিয়ে প্রতিবছর জাতীয় প্রেস দিবস পালিত হয়৷

গণতন্ত্রের অন্যতম ভিত্তি হচ্ছে গণমাধ্যম৷ গণতন্ত্রের ভিতকে শক্ত ও মজবুত রাখতে গেলে গণমাধ্যমের সার্বিক স্বাধীনতা আবশ্যক৷ রাজ্য সরকার সাংবাদিক ও মিডিয়ার স্বাধীনতায় আন্তরিক- ভাবে বিশ্বাসী৷ এই সময়ের মধ্যেই মিডিয়ার বন্ধুরাসহ রাজ্যের মানুষ সেটা অনুভব করতে পেরেছেন৷

জাতীয় প্রেস দিবসে আমার আবেদন থাকবে, সাংবাদিক ও মিডিয়ার সাথে সরকারের হৃদ্যতাপূর্ণ যে পরিবেশ রয়েছে তাতে ত্রিপুরার উন্নয়নকে মানুষের কাছে পৌঁছে দিতে মিডিয়া ইতিবাচক ভূমিকা নেবে৷

আগামীকাল ১৬ নভেম্বর জাতীয় প্রেস দিবস৷ জাতীয় প্রেস দিবস উপলক্ষ্যে তথ্য ও সংসৃকতি মন্ত্রী রাজ্যের সমস্ত সংবাদপত্র, বৈদ্যুতিন চ্যানেল ও সংবাদমাধ্যমের সাথে যুক্ত সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন৷

শুভেচ্ছাবার্তায় তথ্য ও সংস্কৃতি মন্ত্রী বলেন, জাতীয় প্রেস দিবস (ন্যাশনাল প্রেস ডে) হলো ভারতের জাতীয়স্তরের সাংবাদিকতা দিবস৷ ১৯৬৬ সাল থেকে প্রতি বছর ১৬ নভেম্বর জাতীয় প্রেস দিবস পালন করা হয়৷ ১৯৬৬ সালে প্রেস কাউন্সিল অব ইন্ডিয়া নামে একটি স্বশাসিত সংস্থা গঠিত হয়৷ এই সংস্থাটি মূলত সংবাদমাধ্যমের স্বাধীনতা, গুণমান এবং উন্নতিসাধনের লক্ষ্যেই গঠিত হয়েছিলো৷ ১৯৬৬ সালের ১৬ নভেম্বর আনুষ্ঠানিকভাবে প্রেস কাউন্সিল কাজ শুরু করে৷ এই দিনটিকে স্মরণে রেখে প্রতি বছর ১৬ নভেম্বর আনুষ্ঠানিকভাবে সারা দেশে জাতীয় প্রেস দিবস উদযাপিত হয়৷

শুভেচ্ছা বার্তায় তথ্য ও সংসৃকতি মন্ত্রী আরও বলেন, ভারতবর্ষের মতো বিশাল গণতান্ত্রিক রাষ্ট্রে সংবাদ- মাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ জাতীয় প্রেস দিবস মূলত সংবাদমাধ্যমের কাছে একটি নৈতিক প্রহরী হিসেবে কাজ করে আসছে৷ এই পবিত্র দিনে সংবাদ পরিবেশনে সংবাদমাধ্যমগুলি নিরপেক্ষতা, সততা ও দায়িত্বশীলতার সাথে কাজ করুক৷ সরকার সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় অঙ্গীকারবদ্ধ৷
আগামীকাল জাতীয় প্রেস দিবস৷

আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে রাজ্যের সব সাংবাদিক, সংবাদ- কর্মীদের শুভেচ্ছা জ্ঞাপন করছে৷ গণতান্ত্রিক ব্যবস্থায় সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম৷ সংবাদপত্রের স্বাধীনতা সুরক্ষার মাধ্যমে গণতন্ত্র আরও শক্তিশালী হবে বলে আগরতলা প্রেস ক্লাব বিশ্বাস করে৷

ujjivan
sbi life
hero
hdfc
dailyhunt
bazar kolkata
adjebra

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?