অনলাইন ডেস্ক, ১৬ নভেম্বর।। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে পারেননি ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। নিউজিল্যান্ড সিরিজের দলেও নেই তিনি। এর মধ্যে মাঠের বাইরে সমস্যায় জড়ালেন।
ভারতের বেশ কিছু সংবাদমাধ্যমে খবর, বিশ্বকাপ খেলে আরব আমিরাত থেকে দেশে ফেরার পথে বিমানবন্দরে পান্ডিয়ার দুটি ঘড়ি আটক করেছে কাস্টমস বিভাগ।
ঘড়ি দুটির মূল্য ভারতীয় মুদ্রায় ৫ কোটি টাকা। এমন মূল্যবান ঘড়ি দুটির কোনো রশিদ নাকি পান্ডিয়ার কাছে ছিল না এবং তিনি আগে থেকে ঘড়ি দুটির কথা উল্লেখও করেননি।
দামি ঘড়ির প্রতি হার্দিক পান্ডিয়ার দুর্বলতা বিভিন্ন সময়ে প্রকাশ পেয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিজের ঘড়ি সংগ্রহের নমুনা পেশ করেছেন অনেকবার। এমনকি অতীতে অস্ত্রোপচারের পর বেডে শুয়েও তাকে হাতে দামি ঘড়ি পরে থাকতে দেখা গেছে।