অনলাইন ডেস্ক, ১৫ নভেম্বর।। যুক্তরাজ্যে শেষ মুহূর্তে এক আত্মঘাতী হামলাকারীকে ট্যাক্সিতে আটকে দিয়ে সবার প্রশংসায় ভাসছেন এক ট্যাক্সি চালক। বিস্ফোরণে ডেভিড পেরি নামের ওই চালক সামান্য আহত হন। প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বাসায় ফিরেছেন বলে জানিয়েছে ডেইলি মেইল।লিভারপুল উইমেন হাসপাতালের সামনে ওই বিস্ফোরণে ‘হামলাকারী যাত্রী’ নিহত হন।
রবিবারের ‘রিমেম্বারেন্স সার্ভিস’-এ দু’মিনিট নীরবতা পালন অনুষ্ঠানের কিছুক্ষণ আগে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, সন্দেহভাজন হামলাকারী তাকে লিভারপুলের অ্যাংলিকান ক্যাথেড্রালের কাছে নামিয়ে দিতে ট্যাক্সি চালককে বলেন। কিন্তু রাস্তা বন্ধ থাকায় সিদ্ধান্ত পরিবর্তন করে পরে উইমেন হাসপাতালের সামনে নামিয়ে দিতে বলেন।
হাসপাতালের কাছে নামিয়ে দিতে গিয়ে ট্যাক্সিচালক দেখেন, ওই যাত্রীর শরীরে জড়ানো কিছু একটা আছে। তখনই তিনি ঝাঁপিয়ে পড়ে ট্যাক্সির দরজা বন্ধ করে দেন। এই সময় বিস্ফোরণে ট্যাক্সিতে আগুন ধরে ওই যাত্রী ভেতরে মারা যান। এতে চালক কিছুটা আহত হয়েছেন। সেলাই দেওয়ার পর তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
কাউন্টার টেররিজম পুলিশ নর্থ ওয়েস্ট-এর গোয়েন্দারা এ ঘটনায় সন্দেহভাজন ২৯, ২৬ ও ২১ বছর বয়সী তিনজনকে আটক করেছে। ধারণা করা হচ্ছে, ‘রিমেম্বারেন্স সার্ভিস’-এ হামলা চালাতে যাচ্ছিলেন ওই আত্মঘাতী হামলাকারী। শেষ মুহূর্তে বহু মানুষের জীবন রক্ষা করে প্রশংসায় ভাসছেন ট্যাক্সি চালক ডেভিড পেরি। অন্যদের জীবন বাঁচাতে নিজেকে আত্মোৎসর্গ করতে যাচ্ছিলেন তিনি।