স্টাফ রিপোর্টার, খোয়াই, ১৫ নভেম্বর।। আজ খোয়াই চা বাগান উচ্চবিদ্যালয় মাঠে রাজ্যভিত্তিক ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তী অনুষ্ঠান ও স্মৃতিমেলা অনুষ্ঠিত হয়। খোয়াই জেলা প্রশাসন, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় ও আদিবাসী অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।
অনুষ্ঠানের উদ্বোধন করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীমতী ভৌমিক বলেন, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে ভগবান বিরসা মুন্ডার অবদান চিরস্মরণীয় হয়ে আছে। দেশের স্বাধীনতা সংগ্রামে জনজাতিদের অবদান স্মরণীয় করে রাখতে বিরসা মুন্ডার জন্মদিনটি এখন থেকে দেশে জনজাতীয় গৌরব দিবস হিসেবে সরকারিভাবে উদযাপন করা হবে।
এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সবকা সাথ সবকা বিশ্বাসের যে দিশায় দেশ পরিচালিত হচ্ছে তারই প্রতিফলন। তিনি বলেন, জনজাতিদের কল্যাণে কেন্দ্র ও রাজ্য সরকার বহুমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে।
অনুষ্ঠানে সাংসদ রেবর্তী ত্রিপুরা বলেন, সরকার জনজাতিদের সার্বিক উন্নয়নকে সুনিশ্চিত করছে। ত্রিপুরা সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলের জনজাতিদের আর্থ সামাজিক মানোন্নয়নে কেন্দ্রীয় সরকার বলিষ্ঠ ভূমিকা নিয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজ্য ক্রীড়া পর্ষদের সচিব অমিত রক্ষিত, খোয়াই জিলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার। অনুষ্ঠানে বিশিষ্ট সমাজপতি লক্ষ্মীচরণ সাঁওতাল, চন্দ্রকুমার মুন্ডা ও শাসন তাঁতীকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সম্মাননা প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা ও সহকারি সভাধিপতি হরিশংকর পাল। স্বাগত বক্তব্য রাখেন বিরসা মুন্ডা জন্মজয়ন্তী কমিটির আহ্বায়ক রমেন সাঁওতাল। সভাপতিত্ব করেন ওরাং সমাজপতি শুকলাল ওরা।