Arrested: এনডিপিএস মামলায় জড়িত এক যুবককে গ্রেপ্তার করেছে মেলাঘর থানার পুলিশ

স্টাফ রিপোর্টার, মেলাঘর, ১৫ নভেম্বর।। দীর্ঘ ৭ মাস পর মেলাঘর থানার তৎপরতায় এনডিপিএস মামলায় জড়িত মিঠুন সাহা নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়৷

ঘটনার বিবরণে জানা যায় গত ২৪ এপ্রিল বিশালগড় থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে একটি গাঁজা বোঝাই গাড়ি ধাওয়া করে এবং  চড়িলাম গ্রামীণ ব্যাঙ্কের সামনে ওই গাড়িটি আটক করতে সক্ষম হয়৷ পুলিশ উক্ত গাড়ি থেকে ২০ কেজি ২০০ গ্রাম গাঁজা সহ গাড়িতে থাকা প্রবীর হুসেন এবং ফজল হক নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়৷

কিন্তু তখন গাড়ির চালক মিঠুন সাহা পালিয়ে  যেতে সক্ষম হয়৷ তারপর অনেক খোঁজাখুঁজির পর গত ১৩ নভেম্বর মেলাঘর থানার পুলিশ মেলাঘর পালপাড়াস্থিত নিজ বাড়ি থেকে অভিযুক্ত গাঁজা বোঝাই গাড়ির চালক মিঠুন সাহাকে আটক করতে সক্ষম হয়৷ তারপর মিঠুনকে বিশালগড় থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷

সেই অনুযায়ী সোমবার বিশালগড় থানার পুলিশ ৫ দিনের পুলিশ রিমান্ড চেয়ে অভিযুক্ত মিঠুন সাহাকে বিশালগড় আদালতে তোলে৷ আদালত তাকে ২ দিনের পুলিশের রিমান্ডে পাঠায়৷ সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানান এডভোকেট জ্যোতিপ্রকাশ সাহা৷

sbi life
hero
hdfc
dailyhunt
bazar kolkata
adjebra

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?