অনলাইন ডেস্ক, ১৫ নভেম্বর।। আরো একবার বিশ্বকাপের মঞ্চে সব ভালো করেও শেষ ভালো হল না নিউজিল্যান্ডের! কেন উইলিয়ামসনদের হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলল অস্ট্রেলিয়া।
আসলে বিশ্বকাপের ফাইনাল মানেই যেন নিউজিল্যান্ডের জন্য স্বপ্ন ভঙ্গের গল্প! ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের মঞ্চেও দেখা গিয়েছিল একই চিত্র। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপেও তাই।
২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে হাড্ডাহাড্ডি ম্যাচে শেষ মুহূর্তে ট্রফি হাতছাড়া হয় কিউইদের।
কিছু বিতর্কিত নিয়মের কারণে ট্রফি নিয়ে যায় ইংল্যান্ড। খালি হাতে ফিরতে হয় উইলিয়ামসনদের।
তবে সেই ধাক্কা কাটিয়ে খুব দ্রুত ঘুরে দাঁড়িয়েছিল তারা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ যার প্রমাণ। সেখানে ভারতকে হারিয়ে ট্রফি ঘরে তোলে ট্রেন্ট বোল্টরা।
আর বিশ্বকাপের সেই অধরা স্বপ্নকে পূরণ করতে এবার মাঠে নেমেছিল ব্ল্যাক ক্যাপসরা। পুরো বিশ্বকাপ জুড়ে স্মার্ট ক্রিকেট খেলে বিপক্ষকে পরাস্ত করে এগিয়ে গেছে জয়ের নৌকা। কিন্তু অদৃষ্টের পরিহাস। এখানেও শেষরক্ষা হল না।
কিউইদের দেওয়া ১৭৩ রানের লক্ষ্য তাড়ায় ৭ বল হাতে রেখে ৮ উইকেটে জয় তুলে নিল অজিরা।
তবে নিউজিল্যান্ড হারলেও তাদের ক্রিকেটীয় দর্শন প্রশংসা কুড়িয়েছে ক্রিকেটপ্রেমীদের। তারা দেখিয়েছে, আগ্রাসন মুখে নয়, খেলায় দেখাতে। ভদ্রলোকদের খেলা ক্রিকেটে সঞ্চার করেছিলে ভদ্রতা। নিপাট ভদ্রলোক কেন উইলিয়ামসন দায়িত্ব নিয়ে রুখে দিয়েছেন একের পর এক প্রবল শক্তিশালী দলকে। কিন্তু ভাগ্যের সহায়ও দরকার হয় ম্যাচ জিততে। ফাইনালে যা বুঝতে পারলেন তারা।