অনলাইন ডেস্ক, ১৪ নভেম্বর।। অনুসন্ধানী সাংবাদিকতার জয়ধ্বনি শোনা গেল ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মীয় কেন্দ্র ভ্যাটিকান সিটিতে। ক্যাথলিক গির্জায় যৌন কেলেঙ্কারির তথ্য প্রকাশ করায় সাংবাদিকদের ধন্যবাদ জানালেন পোপ ফ্রান্সিস।
গত কয়েক দশক ধরে বিশ্বের বিভিন্ন প্রান্তে কানাঘুষা শোনা গেলেও গির্জায় শিশুদের যৌন নিপীড়নের শিকার হওয়ার খবর প্রথম সংবাদমাধ্যমের খবরে এসেছিল ২০০২ সালে। সে বছর এ বিষয়ে একটি ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্রের দৈনিক দ্য বোস্টন গ্লোব।
যুক্তরাষ্ট্রের দৈনিকে গির্জায় শিশুদের ওপর ব্যাপক যৌন নিপীড়ন চালানোর অভিযোগ উঠে আসার পর থেকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে একই ধরনের অভিযোগ আসতে থাকে। তবে তখন গির্জা কর্তৃপক্ষ সব অভিযোগ অস্বীকার করে।
অবশেষে, পোপ ফ্রান্সিস রোমান ক্যাথলিকদের প্রধান ধর্মগুরু হওয়ার পর এক সময় গির্জার অন্দরে অসংখ্য যৌন নিপীড়নের অভিযোগের তদন্ত শুরু হয়।
২০১৩ সালে ভ্যাটিকানের দায়িত্ব পান পোপ ফ্রান্সিস। কিন্তু গির্জায় শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ তদন্তের কোনো উদ্যোগ তখনই নেননি তিনি। চিলির গির্জায় যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পরও বরং ধর্ম যাজকদের কথা বিশ্বাস করে তখন নিষ্ক্রিয় ছিলেন তিনি। তবে তখন যে ভুল করেছিলেন তা ২০১৮ সালে স্বীকার করে ভবিষ্যতে সব ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে বলে জানান। ২০১৯ সালে গির্জায় যৌন নিপীড়নের বিরুদ্ধে ‘সর্বাত্মক যুদ্ধ’ ঘোষণা করেন তিনি।
গতকাল শনিবার ভ্যাটিকানে আয়োজিত হয়েছিল বিশেষ এক অনুষ্ঠান।
সেখানে রয়টার্সের সাংবাদিক ফিলিপ পুলেলা এবং মেক্সিকোর নোটিসিয়েরোস টেলিভিসা চ্যানেলের ভ্যালেন্টিনা আলাজ্রাকিকে সম্মান জানান পোপ ফ্রান্সিস। দীর্ঘদিন ভ্যাটিকান কাভার করার জন্য সম্মান জানানো হয় তাদের।
অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের গির্জায় শিশুদের যৌন নিপীড়নের ঘটনা তুলে ধরার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানান পোপ ফ্রান্সিস। তিনি বলেন, ‘গির্জায় যে অন্যায় হয়েছে তা বলার জন্য, তা গোপন না করার বিষয়ে আমাদের সহায়তা করার জন্য এবং নিপীড়নের শিকারদের পক্ষে আওয়াজ তোলার জন্য আপনাদের অনেক ধন্যবাদ’।