অনলাইন ডেস্ক, ১৩ নভেম্বর।। ভারতের মহারাষ্ট্রের গড়চিরোলি জেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অন্তত ২৬ জন মাওবাদী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে। লিশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সকালে মারদিনতলা বন এলাকার কোরচিতে সি-৬০ পুলিশ কমান্ডো দলের সঙ্গে মাওবাদীদের ‘বন্দুকযুদ্ধ’ হয়।
ডিসট্রিক্ট পুলিশ সুপার অংকিত গয়াল বলেন, ‘আমরা এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ বন থেকে উদ্ধার করেছি।’ নিহত মাওবাদীদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তাদের মধ্যে এক শীর্ষ বিদ্রোহী নেতা আছেন বলে ধারণা করছে পুলিশ। আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, মাওবাদী এক নেতার উপস্থিতির খবর পেয়েই সি-৬০ কমান্ডোরা অভিযানে নামে।
গোলাগুলিতে পুলিশের কমান্ডো দলটির চার সদস্য গুরুতর আহত হয়েছেন। চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে তাদের নিকটবর্তী নাগপুর শহরে নেওয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ছত্তিশগড় রাজ্যের সঙ্গে মহারাষ্ট্রের সীমান্তে গড়চিরৌলি জেলাটির অবস্থান। ঘটনাস্থলটি মহারাষ্ট্র রাজ্যের রাজধানী মুম্বাই থেকে ৯০০ কিলোমিটার দূরে বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে।